সঙ্গী বা সঙ্গিনীর রয়েছে একাধিক যৌনতার অভিজ্ঞতা! এই বিষয়টি জানার পর যা করণীয় আপনার?

কিছু কিছু বিষয় থাকে যা আধুনিকতার দাবিতে আমরা অনেকেই সহজ ভাবে মেনে নেওয়ার স্রেফ চেষ্টাটুকু করে থাকি! কিন্তু সব সময়ে যে মেনে উঠতে পারি, এমনটা নয়! হয় তো সময়ের দাবিই সঠিক, কিন্তু মানসিক গঠন আর মূল্যবোধের জন্য কিছু অসুবিধার মুখে পড়তেই হয়, সেটা থেকে বের হয়ে আসার কোনও উপায় থাকে না বললেই চলে!

তেমনই একটি বিষয় হল সঙ্গী বা সঙ্গিনীর এক বা একাধিক শারীরিক সম্পর্ক! যৌনতা নিয়ে ভারতীয় সমাজের মূল্যবোধ এখন অনেকটাই আলাদা। আগের মতো বিবাহ-পূর্ববর্তী যৌন সম্পর্ক (Pre-marital Sex) নিয়ে তেমন হুলস্থূল আর পড়ে না সমাজে। এমনকি, ভারতীয় সংবিধানও পারস্পরিক সম্মতির সাপেক্ষে প্রাপ্তবয়স্কদের বিবাহ-পূর্ববর্তী যৌন সম্পর্ককে স্বীকৃতি দিয়ে থাকে।

কিন্তু অনেকেই এই বিষয়টি জানার পরে মানসিক অস্বস্তির সম্মুখীন হন। এক্ষত্রে জেনেনিন কি করণীয়
১. মাথা ঠাণ্ডা রেখে এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা খুবই দরকার। কেন না, যদি মনে কোনও অস্বস্তি থাকে, সে ক্ষেত্রে নিঃসন্দেহেই তা দাম্পত্যে প্রভাব ফেলবে। সম্পর্ক সহজ হবে না। তাই এমন হলে বিয়ের (Marriage) পিঁড়ি পর্যন্ত পৌঁছনো উচিৎ হবে কি না, সেটা ভেবে দেখতে হবে। কেন না, প্রত্যেকের মানসিকতা আলাদা। কাজেই সবাই যে একে সহজ ভাবে নিতে পারবেন, তার কোনও মানে নেই।

২. দ্বিতীয় পরামর্শ- এমন ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করাই উচিৎ! কেন না, বিষয়টা অতীতের! হবু স্ত্রী অতীতে কারও সঙ্গে শারীরিক সম্পর্কে (Sexual Relationship) লিপ্ত হয়েছেন মানে তিনি যে বর্তমান সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন না- এমনটা কখনই নয়! তাই এই ব্যাপারটা মাথা থেকে মুছে ফেললে সম্পর্ক সহজ হয়ে যাবে।

৩. তবে সব কিছুর পরেও থেকে যায় সন্দেহের দিক। অতীতের সেই স্মৃতি হবু স্ত্রী আঁকড়ে বসে থাকবেন- এমনটা মনে করার কোনও কারণ নেই। সময়ের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় সব স্মৃতিই আবছা হয়ে আসে। আর যদি ভবিষ্যতে এমন ফের হতে পারে এই সন্দেহ মন থেকে তাড়ানো না যায়, সে ক্ষেত্রে বিয়ের দিকে না এগোনোই উচিৎ হবে!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy