মহম্মদ রিজওয়ানকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে শাহিন আফ্রিদিকে নতুন দায়িত্ব দেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অধিনায়ক বদলের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) স্পষ্ট কোনো কারণ না জানালেও, প্রধান কোচ মাইক হেসনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে এই বিষয়ে প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে।
‘প্যালেস্টাইনের পতাকা হাতে তোলায় সরানো হল’
নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ দাবি করেছেন, রিজওয়ানকে খেলার সংক্রান্ত কারণে নয়, বরং সম্পূর্ণ ধর্মীয় কারণে সরানো হয়েছে। লতিফ বলেন, “শুধুমাত্র প্যালেস্টাইনের পতাকা হাতে তুলে নেওয়ায় রিজওয়ানকে সরিয়ে দেওয়া হল। ইসলাম ধর্মাবলম্বীদের দেশে কি অন্য ধর্মের কাউকে অধিনায়ক করতে চাইছেন কোচ?”
লতিফের আরও দাবি, দলের মধ্যে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সংস্কৃতি তৈরি করতে চাইছিলেন রিজওয়ান, যা কোচ হেসনের পছন্দ হয়নি। লতিফ অভিযোগ করেন, “হেসনই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সাজঘরে রিজওয়ান যে সংস্কৃতি নিয়ে আসতে চাইছিল সেটা ওর পছন্দ ছিল না। হেসনের পাঁচ–ছ’জনের একটা দল রয়েছে। ওরা পাকিস্তানের সাজঘরের সংস্কৃতি বদলাতে চাইছে।”
আগেও প্যালেস্টাইনের পাশে ছিলেন রিজওয়ান
প্রসঙ্গ উল্লেখ্য, মহম্মদ রিজওয়ান এর আগেও বহুবার প্রকাশ্যে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছেন। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তিনি প্যালেস্টাইনের মানুষদের উৎসর্গ করেছিলেন। এছাড়া, পাকিস্তান সুপার লিগে (PSL) তাঁর দল মুলতান সুলতান প্যালেস্টাইনের মানুষদের আর্থিক সাহায্য করেছিল।
রশিদ লতিফ রিজওয়ানকে সরানোর পিছনে সেই বিষয়গুলিকেই তুলে এনেছেন। তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠে গিয়েছে—তবে কি এখন খেলার বাইরের বিষয়গুলি পাকিস্তান ক্রিকেট বোর্ডে বেশি গুরুত্ব পাচ্ছে?