দেখতে দেখতে আইপিএলের ১৮তম মরসুমে এসে অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) স্বপ্নপূরণ হলো। ১৮ নম্বর জার্সির মালিক বিরাট কোহলির জন্য যেন অপেক্ষায় ছিল ১৮তম আইপিএল ট্রফি। দীর্ঘ ১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে বেঙ্গালুরু প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আর এই ঐতিহাসিক জয়ের উদযাপন করতে আজ চ্যাম্পিয়নদের জন্য থাকছে এক বিশেষ আয়োজন।
গত ৩ জুন, ২০২৫, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে এবারের আইপিএল শিরোপা ঘরে তোলে।
চ্যাম্পিয়নশিপের পথে আরসিবি
আরসিবি’র এই চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। সেখানে ১৪টি ম্যাচ খেলে ৯টি জয় এবং ৪টি হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা। ২২ মার্চ, ২০২৫ তারিখে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে মরসুম শুরু করেছিল আরসিবি। জয় দিয়ে শুরু করা এই মরসুম শেষও হলো জয় দিয়েই, পাঞ্জাব কিংসকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারিয়ে প্রথম বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুললো বেঙ্গালুরু।
আজ বিশেষ উদযাপন
জানা গেছে, আজ, বুধবার, আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্যরা কর্নাটকে ফিরবেন। সেখান থেকে তাদের বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এরপর বিরাট কোহলি ও তার সতীর্থরা এক বিশাল বিজয় শোভাযাত্রায় অংশ নেবেন। হুডখোলা বাসে করে ট্রফি হাতে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবেন আরসিবির ক্রিকেটাররা, যা ভক্তদের জন্য এক দারুণ মুহূর্ত হবে। সবশেষে, এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি’র ভক্তদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে বলেও জানা গেছে।
আরসিবির ভক্তদের কাছে এই দিনটা অত্যন্ত স্পেশাল হতে চলেছে, কারণ দলের ক্রিকেটারদের পাশাপাশি তাদেরও বহুদিনের স্বপ্নপূরণ হয়েছে আইপিএল ট্রফি জয়ের। এই বিজয় শুধু দলের নয়, লক্ষ লক্ষ ভক্তের আবেগ ও ভালোবাসার প্রতিফলন।