হোয়াইটওয়াশ করেও গম্ভীরের চোখে জল! রোস্টন চেজদের সাজঘরে ঢুকে আবেগঘন বার্তা, ‘বিশ্ব ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজকে প্রয়োজন’

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পরও ক্যারিবিয়ানদের লড়াইয়ের প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর মতে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী হয়ে ফিরে আসা প্রয়োজন। দিল্লির ম্যাচ শেষ হওয়ার পর গম্ভীর শুধু সাংবাদিক সম্মেলন করেই ক্ষান্ত হননি, তিনি রোস্টন চেজদের সাজঘরে গিয়ে তাঁদের উৎসাহিত করেন।

হতাশ ক্যারিবিয়ানদের বিশেষ বার্তা:

দিল্লি টেস্ট শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সাজঘরের দরজা বন্ধ ছিল। হতাশা স্পষ্ট ছিল ক্যারিবিয়ান ক্রিকেটারদের মুখে। গম্ভীর নিজেই সেই দরজা খুলে প্রতিপক্ষের সাজঘরে ঢুকে পড়েন এবং ক্রিকেটারদের প্রাথমিক জড়তা কাটার পর কথা বলেন।

গম্ভীর বলেন, “দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তোমরা যেভাবে লড়াই করেছ, সেটা সত্যিই প্রশংসার। তোমাদের ১১ জন ক্রিকেটারই লড়াই করেছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন লড়াই।”

তিনি আরও যোগ করেন, “খেলা দলগত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সকলের প্রতিটি অবদান প্রশংসিত হওয়া। সেঞ্চুরি বা ৫ উইকেট নিয়ে মাতামাতি হয়, কিন্তু ছোট ছোট অবদানই একটা দলকে গড়ে তোলে। দল তৈরি হয় সকলের ছোট ছোট অবদানগুলো মিলিয়ে।”

‘বিশ্ব ক্রিকেটের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজকে’:

গম্ভীর তাঁর বক্তব্যের শেষে ক্যারিবিয়ান ক্রিকেটারদের এক অত্যন্ত আবেগঘন বার্তা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়:

“শেষে তোমাদের একটা কথা বলতে চাই। আমি বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব ক্রিকেটকে প্রয়োজন নেই। কিন্তু বিশ্ব ক্রিকেটের প্রয়োজন রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই কথাটা তোমরা মনে রাখবে। একটা ক্রিকেট জাতির ভিত্তিই হল শক্তিশালী টেস্ট দল। তোমরা টেস্টের জার্সি যখনই পরবে, তখনই মনে করবে দেশের জন্য কিছু একটা করার সুযোগ রয়েছে। যারা টি–টোয়েন্টি ক্রিকেট খেলে, তারা এমন সুযোগ খুবই কম পায়।”

এটি সত্যি যে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির অধিকাংশ ক্রিকেটারই এখন বেশি রোজগারের জন্য টি-টোয়েন্টি লিগ খেলা পছন্দ করেন, ফলে তাদের টেস্ট দল দুর্বল হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে গম্ভীরের এই মন্তব্য টেস্ট ক্রিকেটের প্রতি ক্যারিবিয়ানদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy