সোনালী সূর্যাস্তের ছোঁয়ায় আইপিএল ফাইনাল, দেশপ্রেম আর ক্রিকেটের মেলবন্ধন!

ঘড়ির কাঁটা ঘুরছে, ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন বাড়ছে। আর মাত্র কয়েকটা প্রহর। তারপরই ব্যাট-বলের মহাযুদ্ধের শেষ অঙ্ক— আইপিএল ফাইনাল। কাল, মঙ্গলবার, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসছে সেই মহাযজ্ঞের আসর। তবে শুধু ক্রিকেট নয়, এবার ফাইনালের আগে এক অন্যরকম ছবি দেখবে দেশ। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এক জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান, যা এবার শুধুমাত্র ক্রিকেট উদযাপনের মঞ্চ নয়, বরং দেশের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এক অনন্য প্ল্যাটফর্ম।

সঙ্গীতের জাদুকর শঙ্কর মহাদেবন! তাঁর কণ্ঠ এবার শুধু সুর ছড়াবে না, ছড়াবে দেশপ্রেমের বারুদ। ‘অপারেশন সিঁদুর’-এর বীর নায়কদের স্যালুট জানাতে প্রস্তুত গোটা স্টেডিয়াম। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত নিরীহ মানুষজনের প্রতিও জানানো হবে বিশেষ শ্রদ্ধা। শঙ্কর মহাদেবনের সঙ্গে মঞ্চ মাতাবেন তাঁর দুই পুত্র, শিবম ও সিদ্ধার্থ—ত্রয়ীর এই পারফরম্যান্স নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত হতে চলেছে।

জানা গেছে, বিসিসিআই ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানদেরও সম্মান জানানোর কথা ছিল, তবে সম্ভবত তাঁরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

অনুষ্ঠান শেষে, ঠিক সন্ধ্যা ৭টায় হবে বহু প্রতীক্ষিত টস। তারপর, সাড়ে ৭টা থেকে শুরু হবে আসল লড়াই। টিভির পর্দায় স্টার স্পোর্টসে আর মুঠোফোনে জিও সিনেমায় দেখা যাবে এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ।

এই ফাইনালটি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ, মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং পাঞ্জাব কিংস—আইপিএলের ইতিহাসে যে দুটি দলই এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি! অর্থাৎ, এবার নিশ্চিতভাবেই আইপিএল পেতে চলেছে এক নতুন চ্যাম্পিয়ন। আরসিবি এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনাল খেললেও ট্রফি ছোঁয়া হয়নি। অন্যদিকে, পাঞ্জাব ২০১৪ সালে একবারই ফাইনালে উঠেছিল, কিন্তু সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়।

কে হাসবে শেষ হাসি? বেঙ্গালুরুর ‘ই শালা কাপ নাম্দে’ স্লোগান কি সত্যি হবে, নাকি পাঞ্জাবের সিংহরা ছিনিয়ে নেবে বিজয়? উত্তর মিলবে আজ রাতে, যখন ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে মিলেমিশে যাবে দেশপ্রেম আর এক নতুন চ্যাম্পিয়নের জন্মলগ্ন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy