ক্রিকেট এবং বলিউডের প্রেম-বিচ্ছেদের সম্পর্কের ইতিহাস দীর্ঘ। সেই তালিকায় এবার এক অপ্রত্যাশিত ও বিতর্কিত মোড় নিলেন ভারতীয় টি-২০ দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব। বরাবরই বিতর্কহীন ভাবমূর্তির এই ক্রিকেটারের দিকে সরাসরি ‘মেসেজ’ পাঠানোর অভিযোগ তুললেন বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই ক্রীড়া ও বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
কলকাতায় জন্ম নেওয়া অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, “অনেক ক্রিকেটারই আমার পিছনে পড়েছিল। সূর্যকুমার যাদব আমাকে নিয়মিত মেসেজ পাঠাত।” তবে বর্তমানে তাঁদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই জানিয়ে খুশি আরও বলেন, “এখন আর আমাদের কথা হয় না। আমি ওর সঙ্গে কথা বলতেও চাই না। কারও সঙ্গে আমার নাম জড়িয়ে যাক, তা আমি চাই না। বর্তমানে আমি একা।” উল্লেখ্য, সূর্যকুমার যাদব একজন বিবাহিত ক্রিকেটার এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে কখনও এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠেনি।
কে এই খুশি মুখোপাধ্যায়? ১৯৯৬ সালে কলকাতায় জন্ম খুশির। ২০১৩ সালে তামিল ছবি ‘অঞ্জল থুরাই’-এর মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। পরবর্তীতে ‘হার্ট অ্যাটাক’ ও ‘ডোঙ্গা প্রেমা’-র মতো দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করার পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবি ও বোল্ড ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। ইতিপূর্বেও একাধিকবার তাঁর নাম বিতর্কে জড়িয়েছে।
এই বিতর্ক এমন এক সময়ে সামনে এল যখন সূর্যকুমার যাদব তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। আগামী পাঁচ মাস পরেই শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ভারতের মাটিতে হতে চলা এই মেগা ইভেন্টে অধিনায়ক হিসেবে দেশকে ট্রফি জেতানোই তাঁর লক্ষ্য। তবে সাম্প্রতিক ফর্ম এবং এই নতুন ব্যক্তিগত বিতর্ক সূর্যের ওপর মানসিক চাপ তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয়।