যশস্বী জয়সওয়াল প্রথম ৫-এ! কুলদীপের কেরিয়ার সেরা র‍্যাঙ্কিং, নতুন আইসিসি তালিকা প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ক্যারিবিয়ান শিবিরকে হোয়াইটওয়াশ করার পরই আইসিসি (ICC) টেস্ট ক্রমতালিকায় বিরাট পুরস্কার পেলেন দুই ভারতীয় তারকা—কুলদীপ যাদব ও যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনার জয়সওয়াল ব্যাটারদের ক্রমতালিকায় একলাফে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে জয়সওয়ালের উত্থান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সিরিজের সর্বাধিক রান সংগ্রাহক এই তরুণ ওপেনার (৩ ইনিংসে ২১৯ রান, গড় ৭৩) সেই সুবাদে ২ ধাপ এগিয়ে বর্তমানে পঞ্চম স্থানে উঠে এসেছেন। তিনি তেম্বা বাভুমা ও কামিন্দু মেন্ডিসকে টেক্কা দিয়েছেন এবং ৭৯১ পয়েন্ট ঝুলিতে পুরেছেন।

শীর্ষস্থানে এখনও রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৯০৮ রেটিং পয়েন্ট), যিনি গত আগস্ট থেকে কোনো টেস্ট খেলেননি।

এদিকে, জয়সওয়ালের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ তাঁর প্রশংসা করেন। কাইফ বলেন, “যশস্বী জয়সওয়াল এমন ধরণের ব্যাটার যে বড় রান করার জন্য ধৈর্য্য ধরে ব্যাটিং করে। ও যতগুলো শতরান হাঁকিয়েছে, বেশিরভাগই ভারত জয় ছিনিয়ে নিয়েছে। সহবাগের ৩০০ করার যে রেকর্ড, তা জয়সওয়ালই ভাঙবে নিঃসন্দেহে।”

বোলারদের র‍্যাঙ্কিংয়ে কুলদীপের কেরিয়ার সেরা
ভারতীয় বোলারদের মধ্যে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব টেস্ট ক্রমতালিকায় সাত ধাপ এগিয়ে বর্তমানে ১৪ নম্বর স্থানে রয়েছেন। তিনি কেরিয়ারের সেরা ৬৮৯ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন।

বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জসপ্রীত বুমরা (৮৮২ রেটিং পয়েন্ট)। প্রথম দশে থাকা একমাত্র ভারতীয় বোলার এখন বুমরাই।

মহম্মদ সিরাজ রয়েছেন ১২ নম্বরে।

ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে আফগান চমক
ওয়ান ডে ক্রমতালিকাতেও বড় পরিবর্তন এসেছে। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান আট ধাপ এগিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন (৭৬৪ রেটিং পয়েন্ট)।

ভারতের রোহিত শর্মা ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

চার নম্বরে বাবর আজম ও পাঁচ নম্বরে বিরাট কোহলি (৭৩৬ রেটিং পয়েন্ট) রয়েছেন।

ওয়ান ডে ফর্ম্যাটে অলরাউন্ডারদের তালিকায় আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৩৩৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy