বৃষ্টির ভ্রুকুটি আইপিএল ফাইনালে! আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাসে উদ্বেগ

যে “অজুহাতে” আইপিএল ফাইনাল কলকাতা থেকে আহমেদাবাদে সরানো হয়েছিল, সেই একই বৃষ্টি কাঁটা এবার মেগা ফাইনালের আগে বিঁধছে। গত রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দু’ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। তাই ক্রিকেট অনুরাগীদের মনে প্রশ্ন, ফাইনাল কি আদৌ সঠিক সময়ে শুরু হবে? কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বনাম পাঞ্জাব কিংসের এই শিরোপা নির্ধারণী ম্যাচে বৃষ্টির থাবা বসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অ্যাকু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ফাইনাল নির্ঝঞ্ঝাটে হওয়া নিয়ে ভয় থেকেই যাচ্ছে।

অ্যাকু ওয়েদারের পূর্বাভাস কী বলছে?

ফাইনালের দিন, অর্থাৎ আজ মঙ্গলবার আহমেদাবাদে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শতাংশের নিরিখে যা ৬১ শতাংশ। তবে এক্ষেত্রে ঘণ্টা অনুযায়ী আপডেট বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকু ওয়েদার জানাচ্ছে, সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ১৫-২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আইপিএল ফাইনালের শহরে আসল ব্যাপক বৃষ্টির পূর্বাভাস পরের তিন ঘণ্টায়। অ্যাকু ওয়েদার জানাচ্ছে, বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত ৪৯-৫৭ শতাংশ বৃষ্টি হতে পারে আহমেদাবাদে। টস শুরুর এক ঘণ্টা আগে এহেন বৃষ্টি হলে সঠিক সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

তবে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, ম্যাচ শুরুর সময় থেকে রাত যত বাড়বে, বৃষ্টির সম্ভাবনা তত কমবে। টসের সময় ৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী ঘণ্টাগুলোতে তা কমে হবে ২ শতাংশ। সব মিলিয়ে ম্যাচের আগে বৃষ্টি এবং তার জন্য ভেজা আউটফিল্ডের কারণে সঠিক সময়ে ফাইনাল শুরু হওয়া নিয়ে সংশয় থাকলেও, পরের দিকে ম্যাচ শুরু করা যাবে বলেই মনে করা হচ্ছে। তবে তা কতটা নির্বিঘ্নে হবে, তা বলা মুশকিল।

রিজার্ভ-ডে কি রয়েছে?

হ্যাঁ, আইপিএল ফাইনালের জন্য অতিরিক্ত একটি দিন বরাদ্দ রয়েছে। অর্থাৎ, আজ মঙ্গলবার বৃষ্টিতে খেলা ভেস্তে গেলেও আগামীকাল, অর্থাৎ ৪ জুন মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।

রিজার্ভ-ডে’র খেলাও ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কে?

ফাইনালের জন্য বরাদ্দ পরবর্তী দিনের খেলাও যদি ভেস্তে যায়, তাহলে আইপিএলের নিয়ম মেনে ট্রফি উঠবে পাঞ্জাব কিংসের হাতে। অর্থাৎ, বৃষ্টি কাঁটায় ফের হৃদয় ভাঙবে আরসিবি অনুরাগীদের। আইসিসি’র বিভিন্ন টুর্নামেন্টে বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে গেলে ট্রফি তুলে দেওয়া হয় দুই দলেরই হাতে। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়মটা ভিন্ন, যাকে অদ্ভুত বললেও কম বলা হয় না। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে বেঙ্গালুরু হারালেও এক্ষেত্রে দেখা হবে লিগ টেবিলের ফলাফল। আর পাঞ্জাব কিংস যেহেতু লিগ শীর্ষে শেষ করেছিল, তাই ট্রফি উঠবে শ্রেয়াস আইয়ার অ্যান্ড কোম্পানির হাতে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy