বিরাটের সঙ্গে কি দূরত্ব বাড়ছে RCB-র? প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পরও কোহলি কেন বাণিজ্যিক চুক্তি না বাড়ানোর বার্তা দিলেন

আগামী মরশুমের আইপিএল (IPL) শুরু হতে দেরি থাকলেও, ফ্র্যাঞ্চাইজিগুলি এখনই দল গোছানোর কাজে নেমে পড়েছে। ট্রেডিংয়ের মাধ্যমে একাধিক তারকা খেলোয়াড়ের দলবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেটের দুই নামী তারকা কে এল রাহুল এবং সঞ্জু স্যামসনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে।

রাহুল ও স্যামসনের নতুন ঠিকানা?
অনেক ফ্র্যাঞ্চাইজিই এই দুই তারকাকে নিজেদের দলে নিতে উঠেপড়ে লেগেছে।

কে এল রাহুল (KL Rahul): গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৩ ম্যাচে ৫৩৯ রান করা কর্ণাটকী ব্যাটারকে নেওয়ার জন্য নাকি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) উঠেপড়ে লেগেছে।

সঞ্জু স্যামসন (Sanju Samson): রাজস্থান রয়্যালসের সঙ্গে স্যামসনের সম্পর্ক ছিন্ন করা প্রায় চূড়ান্ত বলে খবর। সূত্রের দাবি, দিল্লি ক্যাপিটালস পুরোদমে স্যামসনকে দলে নেওয়ার চেষ্টা করছে এবং রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে কথা চালাচ্ছে।

যদি ট্রেডিং ডিল চূড়ান্ত হয়, তাহলে আগামী আইপিএল মরশুমে এই দুই ক্রিকেটারকে নতুন জার্সিতে মাঠে নামতে দেখা যাবে।

বিরাট কোহলি ও RCB-র মধ্যে দূরত্ব?
দলবদল নিয়ে সবচেয়ে বড় জল্পনা শুরু হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) ঘিরে। যদিও গত মরশুমেই আরসিবি প্রথমবার খেতাব জিতেছে, তবুও কোহলি তাঁর বাণিজ্যিক চুক্তি নবায়ন না করার কথা জানিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

ক্রীড়া সাংবাদিক রোহিত জুগলামের মতে, “গতবার নিলামের আগে বিরাটের সঙ্গে আইপিএলের পরবর্তী মরশুম শুরুর আগে অর্থাৎ ২০২৬ সালে আইপিএলের আগে একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তির নবায়নের কথা ছিল। কিন্তু কোহলি সেই চুক্তি নবায়ন করেননি।”

কোহলির এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, তিনি হয়তো চাইছেন তাঁর মুখ ব্যবহার না করেই আরসিবি যেন ভবিষ্যতের যে কোনো পরিকল্পনা করুক। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত খবর না থাকলেও, কোহলি ও আরসিবির মধ্যে দূরত্ব বাড়ছে কিনা—তা নিয়ে গুঞ্জন তুঙ্গে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy