বদলার জেরে জিতবে কোন দল? নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব

আজ, ৩ জুন আইপিএল ২০২৫ ফাইনাল (IPL 2025 Final)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাসের সাক্ষী হতে চলেছে কোটি কোটি ক্রিকেটভক্ত। প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)। এই দুই দলই এখনও পর্যন্ত আইপিএলের ট্রফি জিততে পারেনি, অর্থাৎ এবারের ফাইনাল থেকে নিঃসন্দেহে উঠে আসছে এক নতুন চ্যাম্পিয়ন। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগেই দুই দলের ভারসাম্য দেখে সতর্ক ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর কথায়, “আমি জানি না কাকে এগিয়ে রাখব। দুটো দলই দারুণ খেলেছে। দারুণ ভারসাম্য রয়েছে। এটা নিঃসন্দেহে একটা রোমাঞ্চকর ফাইনাল হতে চলেছে।”

বিরাট বনাম শ্রেয়স: নেতৃত্বের দ্বৈরথ
ফাইনালের এক প্রান্তে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন, ফাইনালে উঠেছেন আগেও, কিন্তু ট্রফি অধরাই থেকে গিয়েছে। আর অন্যদিকে পাঞ্জাব কিংসের নেতৃত্বে শ্রেয়স আইয়ার—যিনি চাপের মুখে শান্ত মাথায় অসাধারণ ব্যাটিং করে দলকে টেনে নিয়ে গিয়েছেন ফাইনালে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০৬ রানের লক্ষ্য তাড়া করার ম্যাচে তাঁর ছক্কার বৃষ্টি এখনো মনে রেখেছে ক্রিকেটবিশ্ব। সৌরভ বলেন, “শ্রেয়স দারুণ ব্যাট করেছে। চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলাটাই তো আসল ম্যাচউইনারের পরিচয়।”

অনেকেই মনে করছেন, এবারে হয়তো ‘১৮ নম্বর জার্সি’ পরা বিরাট কোহলির আইপিএল স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে সৌরভের মতে, প্রত্যাশার চাপ বিরাটের খেলার মধ্যে কোনো প্রভাব ফেলবে না। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “এই পর্যায়ের ক্রিকেটে চাপ থাকেই। সেটা বাধা হবে না। বিরাট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। তিনি অনবদ্য ক্রিকেটার। এই ফাইনাল তাঁর কাছে আরেকটা বড় ম্যাচ।”

ফাইনালের কৌশল নিয়ে সৌরভ বলেন, “পিচ এবং কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিতে হবে। রাতের শিশির অথবা বৃষ্টি ফ্যাক্টর হলে অবশ্যই টসে জিতে আগে ফিল্ডিং করাই ভালো।” আহমেদাবাদের পিচ সাধারণত ব্যাটসম্যানদের সহায়ক হলেও, শিশির পড়লে পরে বোলিং করা কঠিন হয়ে পড়ে। তাই টস হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

পাঞ্জাবের প্রশংসায় মহারাজ
পাঞ্জাব কিংস নিয়ে সৌরভের বিশেষ মন্তব্য, “এই দলের সবচেয়ে বড় গুণ হলো, ওরা চাপের মধ্যে ভালো খেলে। ব্যাটিং লাইনআপ দুর্দান্ত, সহজেই রান গতি বাড়াতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই দল খুবই ব্যালান্সড।” উল্লেখযোগ্যভাবে, দু’সপ্তাহ আগেই সৌরভ ভবিষ্যদ্বাণী করেছিলেন, “এবার নতুন একটি দল চ্যাম্পিয়ন হবে।” সেটাই আজ বাস্তবে রূপ নিতে চলেছে।

ক্রিকেটভক্তদের জন্য এক ‘ড্রিম ফাইনাল’
একদিকে অভিজ্ঞ কোহলি, অন্যদিকে উদীয়মান অধিনায়ক শ্রেয়স। দুটো দলই গত কয়েক বছর ধরে আইপিএলে নিজেদের ধরে রেখেছে, কিন্তু চূড়ান্ত সাফল্য অধরা ছিল। আজ একে অপরের মুখোমুখি হয়ে তারা সেই অতৃপ্তি মেটাতে নামছে। কে জিতবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আজকের ম্যাচ যে স্মরণীয় হতে চলেছে, সেটা বলাই যায়।

এটাই ক্রিকেটের সৌন্দর্য—অনিশ্চয়তা, উত্তেজনা এবং সেই শেষ মুহূর্তের নাটকীয়তা। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ফাইনালে যারা ভালো খেলবে, তারাই জিতবে।” এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy