ফাইনালে পার্টিসিপেন্ট না করলেও লক্ষ্মীলাভ মুম্বই-গুজরাটের, জেনেনিন কত টাকা পেলো টিম

এক দশকেরও বেশি সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) বারবার সুযোগ পেয়েও শিরোপা স্পর্শ করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের (IPL 2025) অষ্টাদশ আইপিএলে অবশেষে বিরাট কোহলিদের দল তাদের প্রথম ট্রফি জয় করল। হাজারো ভক্ত-সমর্থকের চোখে জল এনে দিল সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন কোহলি এবং গোটা দল একসঙ্গে ট্রফি হাতে উদযাপন করল।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পুরস্কার
এই জয়ের ফলে শুধু সম্মানই নয়, আর্থিকভাবেও বিশাল পুরস্কার পেয়েছে আরসিবি। চ্যাম্পিয়ন দলের ঝুলিতে গেছে পুরো ২০ কোটি টাকা। এটি আইপিএলের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য পুরস্কার, যা দলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ।

ফাইনালে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। যদিও শেষ মুহূর্তে এসে ম্যাচ হাতছাড়া হয়, তবুও রানার্স আপ হিসেবে পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি টাকা। দীর্ঘদিন পর ফাইনালে পৌঁছানো এই দলটি এবার সত্যিই প্রশংসার দাবিদার, কারণ তারা গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে।

তৃতীয় ও চতুর্থ স্থানের দল
তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পেয়েছে ৭ কোটি টাকা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত হলেও, তাদের খেলায় ছিল দৃঢ়তা ও পরিণত কৌশলের ছাপ। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা গুজরাট টাইটানস (Gujarat Titans) পেয়েছে ৬.৫ কোটি টাকা। এলিমিনেটরে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তারা অর্থনৈতিক পুরস্কার থেকে বঞ্চিত হয়নি। এটি বোঝায় যে আইপিএলে শুধু ফাইনালে ওঠা নয়, প্লে-অফে পৌঁছানোও যথেষ্ট সম্মানজনক এবং লাভজনক।

আরসিবির সাফল্যের নেপথ্যে
এবারের আইপিএলে আরসিবির সাফল্যের পেছনে ছিল দলগত প্রচেষ্টা। ব্যাটিংয়ে কোহলির ধারাবাহিকতা, বল হাতে জশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমারের অসাধারণ পারফরম্যান্স এবং তরুণ প্রতিভাদের অনবদ্য অবদান—সব মিলিয়ে তৈরি হয়েছে এক দুর্দান্ত কম্বিনেশন। দলের কোচিং স্টাফ এবং ব্যবস্থাপনাও এই সাফল্যের অন্যতম কারিগর।

এই ট্রফি জয় শুধুমাত্র একটি দল বা ক্রিকেটারের নয়, বরং গোটা বেঙ্গালুরু শহর এবং আরসিবির লাখো ভক্তের জন্য এক আবেগঘন মুহূর্ত। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠের গ্যালারি—সব জায়গাতেই ছিল উল্লাস, আনন্দ, আর ধ্বনিত হয়েছে সেই চিরচেনা স্লোগান: “ইয়ে হ্যায় আরসিবি!”

সবশেষে বলা যায়, আইপিএল ২০২৫ ছিল চমক, প্রতিদ্বন্দ্বিতা এবং আবেগে ভরপুর একটি আসর। এই টুর্নামেন্ট আবারও প্রমাণ করেছে, ক্রিকেট শুধু খেলার নাম নয়, এটা এক আত্মার সম্পর্ক। আরসিবির বহু প্রতীক্ষিত শিরোপা জয় যেন সেই আবেগেরই এক প্রতিচ্ছবি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy