দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেল ভারতীয় দল। মঙ্গলবার সকালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের প্রথম সেশনে সাত উইকেটে জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। এর আগে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারত ইনিংস ও ১৪০ রানে দাপটের সঙ্গে জয় পেয়েছিল।
দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানরা কিছুটা লড়াই দেওয়ায় ভারতীয় দলকে জয় পাওয়ার জন্য পঞ্চম দিন পর্যন্ত অপেক্ষা করতে হল। এই সিরিজ জয়ের পরই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। তার আগে ঘরের মাটিতে এই সহজ জয় ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
ব্যাটারদের দাপটে ভারতের জয়:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ভারতের ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেল। টসে জিতে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত।
প্রথম ইনিংসে ওপেনার যশস্বী জয়সোয়াল ১৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।
অধিনায়ক শুবমান গিল ১২৯ রান করে অপরাজিত থাকেন।
সাই সুদর্শন ৮৭ রান এবং ধ্রুব জুরেল ৪৪ রান করেন।
কে এল রাহুল করেন ৩৮ রান এবং নীতীশ রেড্ডি ৪৩ রান করেন।
এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২৪ রান করে জয়ের লক্ষ্য পূরণ করে ভারত। এই ইনিংসে কে এল রাহুল ৫৮ রান করে অপরাজিত থাকেন। সাই সুদর্শন ৩৯ রান করেন এবং জুরেল ৬ রানে অপরাজিত থাকেন। তবে যশস্বী মাত্র আট রান করেই আউট হয়ে যান। দুই ইনিংসেই সম্মিলিত ব্যাটিং দাপটে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া।