দীর্ঘ প্রতীক্ষার অবসান কি আজ? পাঞ্জাব কে হারিয়ে নিয়ে আসতে পারবে দলে বদল

গত ১৭ বছরে তিনবার রানার্স-আপ হওয়ার পর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আজ তাদের প্রথম আইপিএল শিরোপা জয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে প্রস্তুত। আজ, মঙ্গলবার (৩ জুন, ২০২৫), আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ফাইনালে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হবে আরসিবি। গত বৃহস্পতিবার (২৯ মে) মুল্লানপুরে কোয়ালিফায়ার ১-এ পিবিকেএস-কে ৮ উইকেটে পরাজিত করে ফাইনালে নিজেদের স্থান পাকা করে নিয়েছে রাজাত পাতিদারের নেতৃত্বাধীন দল। আজকের ফাইনালে তারা সেই একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে মরিয়া।

ফাইনালের জন্য আরসিবি তাদের প্রথম একাদশে কিছু পরিবর্তন আনতে পারে। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের জায়গায় অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডকে দেখা যেতে পারে। সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার লখনউতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আরসিবি’র ১৩তম লিগ ম্যাচে চোট পান এবং তারপর থেকে তিনি মাঠের বাইরে। তবে তিনি যদি সম্পূর্ণ ফিট থাকেন, তবে লিভিংস্টোনের জায়গায় তিনি নিশ্চিতভাবে দলে ফিরবেন।

এছাড়াও, ফাস্ট বোলার রাসিখ সালাম দার ফাইনালে আরসিবি’র হয়ে খেলার সুযোগ পেতে পারেন। নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাধারণত একটি উচ্চ রানের ভেন্যু হিসেবে পরিচিত। এই বছর আহমেদাবাদে খেলা আটটি আইপিএল ম্যাচের মধ্যে সাতটিতে প্রথমে ব্যাট করা দল ২০০ রানের গণ্ডি পেরিয়েছে। রবিবার (১ জুন) কোয়ালিফায়ার ২-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে পিবিকেএস-এর খেলার ধরন বিবেচনা করে, আরসিবি তাদের বোলিং ইউনিটে শক্তি বৃদ্ধি করতে মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় রাসিখকে অন্তর্ভুক্ত করতে পারে।

অতীতে পিবিকেএস-এর হয়ে খেলা এবং অধিনায়কত্ব করা মায়াঙ্ক আগরওয়াল দেবদত্ত পাড়িক্কলের ইনজুরির বদলি হিসেবে বেঙ্গালুরু-ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন। তবে, তিন ম্যাচে তার ব্যাটিং পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য হয়নি। জশ হ্যাজলউড সম্পূর্ণ ফিট রয়েছেন এবং তিনি ভুবনেশ্বর কুমার ও যশ দয়ালের সঙ্গে আরসিবি’র ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। দিল্লির স্পিনার সুয়াশ শর্মা ফাইনালে আরসিবি’র প্রধান স্পিনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরসিবি’র সম্ভাব্য একাদশ:

বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রাজাত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সুয়াশ শর্মা।

ইমপ্যাক্ট সাব: মায়াঙ্ক আগরওয়াল, রাসিখ সালাম দার, মোহিত রাঠি, স্বস্তিক চিকারা, অভিনন্দন সিং।

আজ আহমেদাবাদে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এই মহারণের দিকে। আরসিবি কি পারবে তাদের দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে? নাকি পাঞ্জাব কিংস ছিনিয়ে নেবে তাদের প্রথম আইপিএল ট্রফি? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণের।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy