দীর্ঘ প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার রাতে ভারতীয় দল পার্থে পৌঁছানোর পরই কোহলির একটি পোস্ট ঘিরে ক্রিকেট মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞদের মনে প্রশ্ন, অস্ট্রেলিয়া সফরের পরই কি ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে চলেছেন বিরাট কোহলি?
পোস্টে কী লিখলেন কোহলি?
বৃহস্পতিবার সকালে (১৬ অক্টোবর) কোহলি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তিনি লেখেন:
“The only time you truly fail, is when you decide to give up” — অর্থাৎ, “তুমি তখনই সত্যিই ব্যর্থ হও, যখন হাল ছেড়ে দাও।”
জল্পনার কারণ কী?
কোহলি এর আগেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন—২৯ জুন ২০২৪ তারিখে টি-টোয়েন্টি থেকে এবং ১২ মে ২০২৫ তারিখে টেস্ট ক্রিকেট থেকে। এবার তাঁর এই রহস্যজনক পোস্টের পরেই আলোচনা শুরু হয়েছে যে, তিনি হয়তো এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন।
রেকর্ড: ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে কোহলি মাত্র ৫৪ রান দূরে রয়েছেন। ফলে এই সিরিজেই তিনি একাধিক রেকর্ড গড়তে পারেন।
তবে অনেকেই এই পোস্টকে ভিন্নভাবে দেখছেন। কেউ বলছেন, এটি তাঁর সমালোচকদের উদ্দেশে বার্তা, যারা তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটিই হতে পারে তাঁর শেষ ওয়ানডে সিরিজ। তবে অবসরের এই গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কোহলি বা বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।