ট্রফি জিতেই কি আইপিএলকে বিদায়? ফাইনালের পর অবসরের ইঙ্গিত শোনা যাচ্ছে কিং কোহলির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জার্সিতে ১৮টি বছর কাটানোর পর অবশেষে স্বপ্নের আইপিএল ট্রফি হাতে তুলেছেন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। আগের ১৭ বছরে তিনি ৩টি ফাইনালে খেললেও অধরা ছিল শিরোপা। ১৮তম মরসুমে ১৮ নম্বর জার্সির মালিক পেলেন সেই বহু কাঙ্ক্ষিত আইপিএল ট্রফি। এই ঐতিহাসিক জয়ের পরেই ক্রীড়ামহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিরাটের আইপিএল থেকে অবসরের প্রসঙ্গ। তবে, চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন এবং জল্পনার অবসান ঘটিয়েছেন।

৩ জুন, ২০২৫, মঙ্গলবার – এই দিনটি বিরাট কোহলির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণের রাতটি নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনি ওই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, এবং কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন। এর ফলে অনেকের মনেই আশঙ্কা দেখা দিয়েছিল যে, এবার হয়তো কোহলি আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেবেন।

কী জানালেন কিং কোহলি?
আইপিএল চ্যাম্পিয়ন হয়ে বিরাট কোহলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, আগামীতে তিনি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, পুরো ম্যাচেই খেলতে চান। বিরাট বলেন, “একটা কথা বলতে চাই, আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না। ২০ ওভারই আমি ফিল্ডিং করতে চাই এবং মাঠে দাগ কেটে যেতে চাই। আমি বরাবরই ওইরকম প্লেয়ার। আর ঈশ্বর আশীর্বাদ হিসেবে আমাকে সেইরকম দৃষ্টিভঙ্গি, তেমন প্রতিভা দিয়েছেন। আমি যতটা সম্ভব ঠিক ততটা পরিশ্রম বরাবর করে যেতে চাই।”

এখনই অবসর নয়, এই কথা সরাসরি না বললেও কিং কোহলি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখনই খেলা ছাড়ছেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, “অনেক বেশি বছর ধরে এই খেলা চালিয়ে যাওয়ার সুযোগ আমার নেই। আসলে আমাদের তো ক্যারিয়ার শেষের একটা দিন রয়েছে। আমি যখন নিজের বুটজোড়া তুলে রাখব, তখন বাড়িতে বসে এটাই বলতে চাই যে, আমার মধ্যে যা ছিল, পুরোটা আমি উজাড় করে দিয়েছি। তাই কীভাবে নিজেকে আরও ভালো করে তোলা যায়, বরাবর আমি সেদিকে নজর দিই।”

বিরাটের এই মন্তব্য তাঁর ভক্তদের স্বস্তি দিয়েছে। ১৮ বছরের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের পর অধরা মাধুরী লাভ করে তিনি আবারও প্রমাণ করলেন তাঁর প্রতিজ্ঞা ও খেলার প্রতি অদম্য ভালোবাসা। আইপিএল ট্রফি জয়ের পর বিরাটের আবেগঘন মুহূর্ত এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এখন ফুটবলপ্রেমীদের মুখে মুখে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy