অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ক্যাঙ্গারুদের দেশে রওনা হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এই সিরিজে অধিনায়ক হিসেবে শুভমন গিলের (Shubman Gill) হাতেখড়ি হচ্ছে। তরুণ ক্রিকেটারের নেতৃত্ব নিয়ে এবার মুখ খুললেন তাঁর কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি মনে করেন, গিলের নেতৃত্বের যাত্রা সবে শুরু হয়েছে এবং এখনও অধিনায়কত্বের খারাপ দিনগুলো দেখা বাকি, যা অবশ্যম্ভাবী।
গিলের সবচেয়ে বড় গুণ: চাপ সামলানো
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর লাল বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় গিলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তাঁর অধিনায়কত্বের শুরু। গিলের নেতৃত্বের প্রশংসা করে গম্ভীর বলেন, “সবে শুরু করেছে। এখনও পর্যন্ত মাত্র কয়েকটা টেস্টে নেতৃত্ব দিয়েছে। তবে ওর সবচেয়ে বড় গুণ হল, ও কঠিন পরিস্থিতি এবং চাপ নিতে পারে।”
গম্ভীর মনে করেন, ভবিষ্যতে নেতৃত্বের কঠিন পরিস্থিতি এবং সমালোচনা এলে সেটাই গিলের আসল পরীক্ষা। তিনি বলেন, “আমি দেখতে চাই, সেই সময় ও কী করবে।” কোচ হিসেবে তিনি সবসময় গিলকে সমর্থন করতে প্রস্তুত এবং ওর উপর থেকে চাপ ও সমালোচনা নিজের কাঁধে নিতে চান।
ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল ‘মাঝ সমুদ্রে নিক্ষেপ’
গিল অধিনায়ক হওয়ার পর তাঁর সঙ্গে প্রথম আলোচনার কথা স্মরণ করে গম্ভীর বলেন, “আমরা ওকে বলি, তোমাকে মাঝ সমুদ্রে ছুড়ে ফেলা হয়েছে। হয় তুমি ডুবে যাবে, বা বিশ্বমানের সাঁতারু হবে।”
গম্ভীর মনে করেন, শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে তরুণ দলকে পরিচালনা করা তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তাঁর কথায়, “ওভাল টেস্টের পর, গিলকে আমি জানাই যে, সে সবচেয়ে কঠিন টেস্টে উত্তীর্ণ হয়ে গিয়েছে। বাকি পথ ক্রমশ মসৃণ হয়ে যাবে।”
গম্ভীর আরও যোগ করেন, গিলের সাতশো বা সাড়ে সাতশো রানে তিনি অবাক হননি, বরং নেতৃত্বে প্রভাবিত হয়েছেন। “২৫ দিনে আমি ওর মুখে কোনও চাপ বা টেনশনের ছাপ দেখিনি। হাসিমুখে পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ওর সাফল্য প্রাপ্য,” বলেন তিনি।
টেস্ট জয়ের পর এবার শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে।