চ্যাম্পিয়ন আরসিবিকে বরণ করে নিলো জনতা, কোহলিকে স্বাগত জানালেন ডিকে শিবকুমার!

অবশেষে অবসান হলো ১৮ বছরের অপেক্ষার! আইপিএলের নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের সদস্যরা যখন বুধবার দুপুরে ‘গার্ডেন সিটি’ বেঙ্গালুরুতে পা রাখলো, তখন শহর যেন এক উৎসবের নগরী। রজত পাটিদারের নেতৃত্বাধীন এই দলের আগমনে আনন্দ আর উন্মাদনার ঢেউ আছড়ে পড়লো বেঙ্গালুরুর রাজপথে, যেখানে হাজার হাজার ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য।

বিমানবন্দরের সামনে ছিল উপচে পড়া ভিড়। প্রিয় দলের প্রথম আইপিএল ট্রফি জয়ের উল্লাসে মুখরিত ভক্তরা জয়ধ্বনি দিচ্ছিল অবিরাম। এই ঐতিহাসিক মুহূর্তে আরসিবির সুপারস্টার বিরাট কোহলিকে বিমানবন্দরে স্বাগত জানান স্বয়ং কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। এই সম্মান আর ভালোবাসার উষ্ণ অভ্যর্থনা যেন প্রমাণ করে দিচ্ছিল, আরসিবি শুধুমাত্র একটি ক্রিকেট দল নয়, বেঙ্গালুরুর আবেগ আর অহংকার।

এরপর বিজয়ী দল বিমানবন্দরের ভিড় ঠেলে কর্ণাটকের রাজধানীতে বিধান সৌধে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার অফিসে যাওয়ার পথে পা বাড়ায়। রাস্তার দু’পাশ জুড়ে তখনও অপেক্ষায় ছিল অসংখ্য ভক্ত। লাল-কালো জার্সি পরিহিত হাজার হাজার মানুষ বিজয়ী দলের এক ঝলক দেখতে এবং তাদের অভিনন্দন জানাতে পথের দু’ধারে দাঁড়িয়েছিল। তাদের চোখে-মুখে ছিল বিজয়ের আনন্দ আর গর্বের ঝলক।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ঐতিহাসিক জয়ের ফলে বেঙ্গালুরু জুড়ে আজ যেন এক আনন্দ যজ্ঞ শুরু হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে চলছিল উৎসবের প্রস্তুতি। আর বিকেলে যখন বিজয়ী দল শহরের মাটিতে পা রাখলো, তখন সেই উৎসব যেন পূর্ণতা পেল।

বিধান সৌধের বাইরেও ছিল জনস্রোত। বিজয়ী দলের একটি ঝলক দেখার জন্য সেখানেও বড় সংখ্যায় জড়ো হয়েছিল ভক্তরা। আরসিবির এই জয় কেবল একটি ট্রফি জয় নয়, এটি বেঙ্গালুরুর মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ। এক আবেগঘন মুহূর্তে পুরো শহর আজ যেন এক সুরে বাঁধা পড়েছে, আরসিবি, আরসিবি!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy