উত্থান-পতনে ওডিশা এফসি, বিদায় নিলেন জেরি, দলে ঘটলো বরবদল

আইএসএলের শুরুটা মোটেই ভালো হয়নি ওডিশা এফসি-র। দাপুটে ফুটবল দিয়ে মরসুম শুরু করার লক্ষ্য থাকলেও, পরপর দুটি হারে সমর্থকরা হতাশ হয়েছিলেন। কিন্তু জগন্নাথ ধামের এই ফুটবল দলটি ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে। গত ডিসেম্বরের শেষে দুর্বল মহমেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করলেও, নতুন বছর থেকে সার্জিও লোবেরার ছেলেরা যেন অন্য রূপে ধরা দিয়েছিলেন।

প্রথমেই তাঁরা মানোলো মার্কুয়েজের দলকে সহজেই হারান। এরপর চেন্নাইয়িন এফসি-র কাছে পয়েন্ট হারালেও, সুপার কাপ জয়ীদের ঘুরে দাঁড়াতে সমস্যা হয়নি। কেরালা ব্লাস্টার্সকে আটকে দেওয়ার পর সেই ছন্দ বজায় ছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসি-র বিপক্ষেও। এই ধারাবাহিকতা নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। এই ছন্দ বজায় রেখে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও, তা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ওডিশা দলকে। স্বাভাবিকভাবেই সুপার সিক্সের লড়াই কঠিন হয়ে উঠতে শুরু করে। লিগের শেষ ম্যাচ পর্যন্ত নকআউট নিশ্চিত করতে মরিয়া ছিলেন লোবেরার ছেলেরা, কিন্তু দুর্ভাগ্যক্রমে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাঁদের।

তারপর কলিঙ্গ সুপার কাপেও প্রভাব ফেলার লক্ষ্য থাকলেও, পাঞ্জাব এফসি-র কাছে ধাক্কা খেয়ে প্রথম ম্যাচেই বিদায় নিতে হয়েছিল ওডিশাকে। সেইসব ভুলে আগামী ফুটবল মরসুমের জন্য ম্যানেজমেন্ট আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। নতুন ফুটবলার সই করানোর পাশাপাশি দলের কিছু ফুটবলারকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল এই ফুটবল দলের। সেইমতো গত কয়েকদিনে দলের প্রায় তিন ফুটবলারকে বিদায় জানিয়েছিল ওডিশা কর্তৃপক্ষ। এবার সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে। দলের এক পরিচিত মিজো উইঙ্গারও সেই তালিকায় যুক্ত হয়েছেন।

জেরি মাহিমিংথাঙ্গার বিদায়
যাঁর কথা বলা হচ্ছে, তিনি হলেন জেরি মাহিমিংথাঙ্গা। গত কয়েকটি মরসুম ধরেই আইএসএলের এই ফুটবল ক্লাবে খেলেছেন এই ভারতীয় তারকা। যখনই সুযোগ পেয়েছেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। গত মরসুমে মোট ২২টি ম্যাচ খেলে ৫টি গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্ট ছিল তাঁর। কিন্তু ম্যানেজমেন্ট তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিল না। অবশেষে তাঁকে বিদায় জানাল ওডিশা এফসি।

ওডিশা এফসি-র এই রদবদল আগামী মরসুমে দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। নতুন মরসুমে কি ঘুরে দাঁড়াতে পারবে এই দল?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy