তীরে এসে বারবার তরী ডুবেছে। কাঙ্ক্ষিত সাফল্য ধরা না দেওয়ায় বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। অবশেষে আঁধার টানেল পেরিয়ে চতুর্থবারের প্রচেষ্টায় সাফল্যের আলো দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আইপিএলের নতুন চ্যাম্পিয়ন এখন তারা! মঙ্গলবার ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে ট্রফি তুললেন রজত পাতিদারের আরসিবি। তবে এই জয়ের সবটুকু আলো যার ওপর পড়ছে, তিনি আর কেউ নন, স্বয়ং বিরাট কোহলি। হবে নাই বা কেন? একটা ট্রফির জন্য ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো তাঁরও। ফলস্বরূপ, আরসিবি-র এই ‘বিরাট’ সাফল্যে তৃপ্ত আপামর অনুরাগীরাও।
তারকাদের শুভেচ্ছার বন্যা
আরসিবি-র এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। এই তালিকায় যেমন রয়েছেন বিরাটের বন্ধু তথা ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন, তেমনই রয়েছেন ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর এবং ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মালিক বিজয় মালিয়া।
চলতি মরশুমে কেরিয়ারের প্রথম মেজর ট্রফি জিতেছেন বায়ার্ন স্ট্রাইকার হ্যারি কেন। আইপিএলে ১৮ বছর অপেক্ষার পর বিরাটের ট্রফিজয়ের মর্ম তিনি হাড়ে হাড়ে বুঝছেন। কোহলির সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে আরসিবি-র আইপিএল জয়ে অভিনন্দন জানিয়ে কেন লিখেছেন, “আর্কাইভ থেকে একটি ছবি পোস্ট করছি বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম আইপিএল জয়ের অভিনন্দন জানাতে। অসামান্য কৃতিত্ব।”
সচিন তেন্ডুলকরও আরসিবি-র ট্রফিজয়ে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আরসিবি-কে প্রথম আইপিএল ট্রফিজয়ের অভিনন্দন। ১৮তম সংস্করণে জার্সি নম্বর আঠারোর হাতে ঠিকঠাক মানিয়েছে ট্রফিটা। যোগ্য হিসেবেই জিতেছ তোমরা। পাঞ্জাব কিংসের লড়াইকেও কুর্নিশ।”
বিজয় মালিয়ার আবেগঘন বার্তা
দলের কাঙ্ক্ষিত সাফল্যে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মালিক বিজয় মালিয়া। দলের এই বিজয়ে বিরাট কোহলির কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনিও। মালিয়া লিখেছেন, “আমি যখন আরসিবি দলটা তৈরি করেছিলাম তখন স্বপ্ন দেখেছিলাম একদিন আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে আসবে। আমার সৌভাগ্য হয়েছিল তরুণ তুর্কি হিসেবে কিংবদন্তি বিরাট কোহলিকে দলে নেওয়ার। এরপর ১৮ বছর তাঁর এই ফ্র্যাঞ্চাইজিতে থেকে যাওয়ার বিষয়টি দৃষ্টান্ত। আমার সৌভাগ্য হয়েছিল ইউনিভার্স বস ক্রিস গেইল এবং মিস্টার ৩৬০ এবি ডি’ভিলিয়ার্সকেও দলে নেওয়ার। যাঁদের অবদান আরসিবি-র ইতিহাসে ভোলার নয়। অবশেষে বেঙ্গালুরুতে এল আইপিএল ট্রফি। স্বপ্ন সত্যি করার সকল কারিগরদের অভিনন্দন। আরসিবি সমর্থকরা সর্বশ্রেষ্ঠ এবং এটা তাঁদের প্রাপ্য। কাপ এবার বেঙ্গালুরুতে।”
এই বিজয় শুধু আরসিবি-র নয়, এটি অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং ভক্তদের অটল সমর্থনের ফল। অবশেষে ট্রফি জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন সত্যি সত্যিই আইপিএলের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলল।