ব্যাট হাতে বড় রান না পেলেও রেকর্ড পিছু ছাড়ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। আগামী রবিবার, ১৮ জানুয়ারি ইনদওরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও নির্ণায়ক একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচেই পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদির এক দীর্ঘস্থায়ী বিশ্বরেকর্ড ধুলোয় মিশিয়ে দেওয়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে।
রেকর্ডের দোরগোড়ায় হিটম্যান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরটি বর্তমানে রয়েছে পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে আফ্রিদির ছক্কার সংখ্যা ৫০টি। রোহিত শর্মা ইতিমধ্যেই ৪৯টি ছক্কা হাঁকিয়ে তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন। অর্থাৎ রবিবার ইনদওরে মাত্র ২টি ছক্কা মারলেই আফ্রিদিকে টপকে তিনি হয়ে যাবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ইতিহাসে বিশ্বের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার।
ইনদওরের ‘পয়া’ মাঠ ও রোহিত ইনদওরের ছোট বাউন্ডারি এবং পাটা পিচ ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। পরিসংখ্যান বলছে:
-
রোহিত এই মাঠে ৫টি ওডিআই খেলে করেছেন ২০৫ রান।
-
এর আগে ২ বছর আগে ঠিক এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি।
-
চলতি সিরিজে রোহিত প্রথম ম্যাচে ২৬ এবং দ্বিতীয় ম্যাচে ২৪ রান করলেও বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে রেখেছেন।
সিরিজ এখন ১-১ বঢোদরায় ভারত প্রথম ম্যাচে জিতলেও রাজকোটে দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। ফলে রবিবার ইনদওরের লড়াইটি কার্যত ‘ফাইনাল’। একদিকে যেমন সিরিজ জয়ের হাতছানি, তেমনই অন্যদিকে রোহিত শর্মার ব্যাটে বিশ্বরেকর্ড দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।
ম্যাচের সময়সূচী:
-
দিন ও তারিখ: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬।
-
সময়: দুপুর ১:৩০ মিনিটে খেলা শুরু (টস দুপুর ১টায়)।
-
সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও সিনেমা (JioCinema)।