“৬০০০ থেকে বেড়ে হচ্ছে ৮০০০!”-বাজেট ২০২৬ -এ কৃষকদের জন্য কি বড় ধামাকা?

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের প্রত্যাশার পারদ চড়ছে। প্রবীণ নাগরিক থেকে শুরু করে ক্ষুদ্র কৃষক—সকলেই তাকিয়ে আছেন ১ ফেব্রুয়ারির দিকে। ওইদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই বাজেট পেশ করবেন। তবে এবারের বাজেটে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ যোজনা।

কিষাণ নিধির টাকা কি বাড়ছে? ২০১৯ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে কৃষকরা বছরে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে আসছেন। কিন্তু বর্তমানে সার, বীজ, কীটনাশক এবং ডিজেলের দাম যে হারে বেড়েছে, তাতে এই ৬,০০০ টাকা আর পর্যাপ্ত নয় বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষক সংগঠনগুলির দীর্ঘদিনের দাবি মেনে এবার সরকার এই পরিমাণ বাড়িয়ে বার্ষিক ৮,০০০ টাকা করতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

২২তম কিস্তি ও বাজেটের যোগসূত্র: এখনও পর্যন্ত এই প্রকল্পের ২১টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে। বর্তমানে কোটি কোটি কৃষক ২২তম কিস্তির অপেক্ষায় দিন গুনছেন। মনে করা হচ্ছে, বাজেটের ঠিক পরেই অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। অর্থমন্ত্রী বাজেটে এই প্রকল্পের বার্ষিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করলে তা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বড় স্বস্তি হবে।

কেন এই বৃদ্ধির প্রয়োজন? বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে কৃষি সরঞ্জামের দাম এবং সেচ খরচ বহুগুণ বেড়েছে। কৃষকদের হাতে নগদের জোগান বাড়াতে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কিষাণ সম্মান নিধির টাকার পরিমাণ বাড়ানো এখন সময়ের দাবি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy