দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায়। প্রতিবেশীরা আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক।
বুধবার সকালে অসীমা নস্কর নামের ওই মহিলা নিজের বাড়ির সামনে রাস্তায় থাকাকালীন তাঁর স্বামী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। অসীমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীদের আসতে দেখে হামলাকারী স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে অসীমাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। প্রতিবেশীদের অনুমান, সেই কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাঁশদ্রোণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত স্বামীকে খুঁজছে।
সম্প্রতি কলকাতায় এমন হিংসাত্মক ঘটনার সংখ্যা বাড়ছে। এই ঘটনার পাশাপাশি আনন্দপুর থানা এলাকায় তিনটি ভিন্ন জায়গা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন বার ডান্সার, যার দেহ একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। বাইপাসের কাছে একজন ব্যক্তির ঝুলন্ত দেহ পাওয়া যায়, যাকে পুলিশ আত্মহত্যা বলে ধারণা করছে। এছাড়া, নোনাডাঙায় একটি বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়, যাকে প্রাথমিকভাবে আত্মঘাতী বলে মনে করা হচ্ছে।