স্কুলে শিক্ষাকর্মী নিয়োগ, আবেদনের সময়সীমা বাড়াল SSC, সুযোগ মিলবে আরও ৫ দিন; নতুন ডেডলাইন কবে?

রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার জন্য আরও পাঁচ দিন অতিরিক্ত সময় পাবেন।

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানানোর শেষ তারিখ ছিল ৩ ডিসেম্বর। এর পরিবর্তে, বর্তমানে প্রার্থীরা ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এসএসসি সূত্রের খবর, সম্প্রতি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় সার্ভারে কিছু সমস্যা তৈরি হয়েছিল। কমিশন দাবি করছে, সেই কারণেই আবেদনকারীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনের সংখ্যায় জল্পনা

এসএসসি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্কুলগুলিতে গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) নিয়োগের জন্য এখনও পর্যন্ত ১০ লক্ষ আবেদন জমা পড়েছে। শেষ শনিবারের পর আরও প্রায় ২ লক্ষ আবেদন জমা হয়েছে।

তবে কমিশনের অন্দরমহলের খবর অনুযায়ী, ২০১৬ সালে শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় ১৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেই তুলনায় ২০২৫ সালে আবেদনের সংখ্যা প্রায় ৮ লক্ষ কম। অর্থাৎ, আগের প্রক্রিয়ার প্রায় অর্ধেক আবেদন জমা পড়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ সালের তুলনায় কম আবেদন জমা পড়ার কারণেই কি সময়সীমা বাড়াতে বাধ্য হলো কমিশন? সার্ভার সমস্যার কারণ দেখানো হলেও, কমিশনের অন্দরেই আবেদনের সংখ্যা কম হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy