বিয়ে করার স্বপ্ন দেখিয়ে দেশজুড়ে প্রতারণার এক বিশাল জাল বিছিয়েছিল জালিয়াতরা। অবশেষে গোয়ালিয়রে হানা দিয়ে এই ভুয়ো ম্যাট্রিমনি কল সেন্টারের পর্দাফাঁস করল পুলিশ। অবিবাহিত পুরুষদের টার্গেট করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ২০ জন তরুণীকে। পুলিশের এই যৌথ অভিযানে স্তম্ভিত গোয়ালিয়রের সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চ।
গোয়ালিয়রের পুলিশ সুপার ধর্মবীর সিং জানিয়েছেন, গোয়ালিয়রের ময়ূর নগর ও জ্যোতি নগরের দুটি ফ্ল্যাটে এই চক্র চালানো হচ্ছিল। ইন্টারনেট থেকে নামী মডেল বা সুন্দরী মহিলাদের ছবি ডাউনলোড করে ভুয়ো প্রোফাইল তৈরি করত এই প্রতারকরা। এরপর ‘পারফেক্ট ম্যাচ’ বা দ্রুত বিয়ের টোপ দিয়ে পুরুষদের রেজিস্ট্রেশন করানো হতো। ফোন বা চ্যাটের মাধ্যমে তরুণীরা সম্ভাব্য পাত্রী সেজে প্রেমের অভিনয় করত। বিশ্বাস অর্জনের পরই রেজিস্ট্রেশন ফি বা ভেরিফিকেশন চার্জের নাম করে কিউআর কোডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হতো।
তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কল সেন্টারে কাজ করা তরুণীদের কোনো স্মার্টফোন দেওয়া হতো না। তাঁদের হাতে থাকত সাধারণ ‘কী-প্যাড’ মোবাইল, যাতে কোনো সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ না থাকে। কাজ মিটে গেলেই সিম কার্ড ও নম্বর বন্ধ করে দেওয়া হতো যাতে পুলিশ ট্র্যাক করতে না পারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এখনও পর্যন্ত প্রায় ১,৫০০ মানুষের কাছ থেকে ১.৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র।
পুলিশ ইতিমধ্যেই রাখি গৌর ও শীতল চৌহান নামে দুই নারী অপারেটরকে হেফাজতে নিয়েছে। তবে এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড টাইলেশ্বর ওরফে দিনেশ প্যাটেল এখনও পলাতক। পুলিশ ল্যাপটপ, ডায়েরি ও প্রচুর সাধারণ মোবাইল ফোন উদ্ধার করেছে। ম্যাট্রিমনি সাইটে রেজিস্ট্রেশনের আগে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে সাইবার বিশেষজ্ঞ ও পুলিশ।