উত্তরপ্রদেশের মিরাটে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য চাপ দেওয়া এবং তাতে রাজি না হওয়ায় তাঁর স্কুটার ও ছেলের মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মিরাটের কোতোয়ালি থানার কাঁসিরাম কলোনি এলাকার বাসিন্দা ওই মহিলা একজন বিউটি পার্লার চালান। তিনি বাগপতে কর্মরত স্নেহপ্রকাশ আজাদ নামের এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঠিক কী অভিযোগ?
মহিলার অভিযোগ, সাব-ইন্সপেক্টর স্নেহপ্রকাশ আজাদ তাঁকে শারীরিক সম্পর্ক গড়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। তিনি তাতে অস্বীকার করায় প্রতিশোধ নিতে গত ২৯ নভেম্বর রাতে ওই পুলিশ আধিকারিক আরও দুই সঙ্গীকে নিয়ে তাঁদের বাড়িতে আসেন। এরপরেই তাঁরা মহিলার স্কুটার এবং তাঁর ছেলের মোটরবাইকে আগুন ধরিয়ে দেন।
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে মিরাটের পুলিশ আধিকারিক যোগেশ চন্দ্র সোমবার জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে ওই সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে হামলা, নির্যাতন এবং সম্পত্তির ক্ষতি-সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
যোগেশ চন্দ্র আরও জানান, “মহিলার সঙ্গে ওই সাব-ইন্সপেক্টরের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তবে ঘটনার দিন তাঁদের দু’জনের মধ্যে বচসা হয়। অভিযোগের তদন্ত শুরু হয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।