দুর্গাপূজার উৎসবের আবহে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য দারুণ সুখবর নিয়ে এল রাজ্য সরকার। জল্পনা ও ধোঁয়াশার অবসান ঘটিয়ে উৎসবের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। অর্থাৎ, আজ মহানবমীর দিনেই বাংলার ‘লক্ষ্মীরা’ এই প্রকল্পের মাসিক অনুদান হাতে পেয়ে গেলেন।
আগেভাগেই মিলল টাকা, দূর হলো ধোঁয়াশা
সাধারণত মাসের প্রথম সপ্তাহে এই প্রকল্পের টাকা দেওয়া হলেও, এই বছর সরকারি কর্মীদের লম্বা পুজোর ছুটি (২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর) থাকায় টাকা বিলি নিয়ে উপভোক্তাদের মধ্যে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে রাজ্য সরকার উৎসবের আমেজ বজায় রাখতে এবং লক্ষ্মীপুজোর আগেই মহিলাদের হাতে টাকা পৌঁছে দিতে ১ অক্টোবরই অর্থপ্রদানের সিদ্ধান্ত নিল।
২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আসেন। বর্তমানে তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসিক ১২০০ টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পান।
জয় বাংলা সহ অন্যান্য পেনশনও জমা
শুধু মহিলাদের প্রকল্প নয়, ‘জয় বাংলা’ সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের আওতায় যাঁরা পেনশন পান, তাঁরাও একই দিনে তাঁদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। প্রবীণ নাগরিক ও আর্থিকভাবে দুর্বল মানুষদের কাছে এই সময়ে টাকা হাতে আসাটা বড় স্বস্তি দেবে।
এদিকে, সরকারি কর্মীদের জন্যও সরকার বাড়তি সুবিধা দিয়েছে। সেপ্টেম্বর মাসের বেতনও নির্ধারিত সময়ের আগে, ২৪ এবং ২৫ তারিখেই তাঁদের হাতে পৌঁছে গিয়েছে। এই অগ্রিম অর্থপ্রদান উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডার শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক মহিলার জীবনে এর ইতিবাচক প্রভাব পড়েছে, যা ভোটের ফলাফলেও প্রমাণিত। উৎসবের মুখে এই সময়োপযোগী অর্থপ্রদান রাজ্যের মহিলাদের কাছে শাসকদলের প্রতি আরও একবার ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে।