আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। বেসরকারি হাউসিং সোসাইটিগুলোতে ভোটের বুথ তৈরি নিয়ে ফের সওয়াল করল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে জেলাশাসক (DEO) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, আজ, শনিবারের মধ্যেই কোন কোন হাউসিং সোসাইটি তাদের প্রাঙ্গণে ভোটের জন্য বুথ করতে ইচ্ছুক, তার চূড়ান্ত রিপোর্ট পাঠাতে হবে।
এছাড়াও, অভিযোগ ও নিষ্পত্তির জন্য কোথায় কোথায় শুনানি বা ‘হিয়ারিং’ হবে, সেই স্থানগুলির তালিকাও আজকের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলার DEO এবং ERO-দের সঙ্গে বৈঠকে বিএলও-দের কাজ যাচাইয়ের নির্দেশ দেন। বিশেষ করে, মৃত ভোটারদের তালিকা আরও একবার নিখুঁতভাবে যাচাই করার উপর জোর দেওয়া হয়েছে।
এই বৈঠকেই ২০০২ সালের ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশেষ করে উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গায় ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। এই বিষয়ে বিরক্তি প্রকাশ করে জানানো হয়, তালিকাটি পুনরায় যাচাইয়ের জন্য কমিশনের আধিকারিকরা নির্দিষ্ট স্থানগুলিতে যাবেন। ভোট প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখতেই কমিশনের এই কড়া পদক্ষেপ।