ভোটে যাওয়ার আগে হিমন্তের মাস্টারস্ট্রোক! অসমে আসছে ‘লাভ জিহাদ’ আইন, নিষিদ্ধ হবে বহুবিবাহও

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আইন আনতে চলেছে অসমের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ঘোষণা করেছেন, আগামী মাসেই বিধানসভায় ‘লাভ জিহাদ’ (Love Jihad) বন্ধ করা এবং ‘বহুবিবাহ’ (Polygamy) আইনিভাবে নিষিদ্ধ করার জন্য দুটি বিল পেশ করা হবে। একইসঙ্গে, বিধানসভার শীতকালীন অধিবেশনে আদিবাসী চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার বিলও পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লাভ জিহাদ বন্ধে কঠোর পদক্ষেপ

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পথেই এবার হাঁটতে চলেছে অসম। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে মুসলিম পুরুষেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তকরণ করছে। এই কৌশলকেই তারা ‘লাভ জিহাদ’ বলে চিহ্নিত করে। ২০১৭ সালে উত্তরপ্রদেশে প্রথম এই ধরনের আইন আনা হয় এবং এরপর বিজেপি শাসিত একাধিক রাজ্য একই পথে হেঁটেছে। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে অসম।

মুসলিম সমাজে জনসংখ্যা নিয়ন্ত্রণে চাপ

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন ধরেই রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি বারবার দাবি করেছেন, রাজ্যে মুসলিমদের জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। এই কারণে তিনি মুসলিম সমাজকে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আর্জি জানিয়ে আসছেন।

তাঁর সরকার এর আগে কম বয়সে বিয়ে আটকাতে কড়া পদক্ষেপ করেছিল, যেখানে ১৮ বছরের কম বয়সি বিবাহিত নারীর স্বামীদের গ্রেপ্তার করা হয়েছিল। এরপরই তিনি একাধিক বিয়ে বন্ধের আর্জি জানান। সরকারের বক্তব্য, বহুবিবাহের ফলে জনসংখ্যার বৃদ্ধি ঘটে এবং বহু নারীর জীবন বিপন্ন হয়।

ভোটের মেরুকরণের অঙ্ক?

তবে রাজনৈতিক মহলের একাংশ অসম সরকারের এই সিদ্ধান্তের পিছনে ভোট মেরুকরণের অঙ্ক দেখছেন। তাঁদের অভিযোগ, বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগে এই ধরনের আইন এনে সংখ্যালঘু সমাজকে নিশানা করা হচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসংখ্যা বৃদ্ধির মতো ইস্যুতে মুসলিম সমাজকে কাঠগড়ায় তুলে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে এককাট্টা করাই এর প্রধান লক্ষ্য।

অসমে জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ সংখ্যালঘু। বিগত দুটি বিধানসভা নির্বাচনে বিজেপি স্বস্তিদায়ক ব্যবধানে জয়লাভ করলেও, এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগনের পুত্র গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস নতুন উদ্যমে লড়াইয়ে নেমেছে। এই পরিস্থিতিতেই সংখ্যালঘুদের জন্য অস্বস্তির কারণ হতে পারে এমন দুটি বিতর্কিত আইন পাস করাতে চলেছে বিজেপি সরকার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy