নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে এবার আরও তীব্র আক্রমণে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের এই ‘অল আউট অ্যাটাক’-এর নেতৃত্বে এবার স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণের মূল লক্ষ্য এবার উত্তরবঙ্গ, যেখানে পদযাত্রার মাধ্যমে তিনি SIR বিরোধিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চলেছেন।
পিটিআই সূত্রে খবর, চলতি সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন মালদা এবং মুর্শিদাবাদে। এরপর পরবর্তী সপ্তাহে তাঁর কর্মসূচির কেন্দ্র কোচবিহার। আগামী ৯ ডিসেম্বর কোচবিহারের রাসমেলার মাঠে একটি জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করেছেন। ওই দিন সকাল সাড়ে ১১টায় জনসভা শুরু হবে। এর আগে ৩ ডিসেম্বর গাজোল কলেজ মাঠেও নেত্রীর জনসভা রয়েছে।
তৃণমূল সূত্রে জানা গেছে, এই দফায় SIR বিরোধিতায় রাজ্যের শাসকদল আগ্রাসী প্রচারে নামছে। গত সপ্তাহে তিনি বনগাঁ ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকায় পদযাত্রা করেছিলেন। এবার উত্তরবঙ্গে দৃষ্টি দিয়েছেন মমতা। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি-র অনুপ্রবেশকারী ইস্যুর পাল্টা দিতেই তৃণমূল এখন জেলায় জেলায় এই ‘আগ্রাসী ক্যাম্পেন’ শুরু করতে চলেছে।
প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই SIR প্রক্রিয়ার মাধ্যমে ঘুরপথে NRC চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে আসছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, “মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। এমনকী, দলিত, সংখ্যালঘু বা সাধারণ হিন্দু ভোটারদেরও ছাড়া হচ্ছে না। এর পিছনে আসল উদ্দেশ্য হল NRC। আমরা হতবাক ও দুঃখিত। নাগরিকত্বের অধিকারের নামে তীব্র ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।”
কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আর কত জনের মৃত্যু হবে? SIR-এর জন্য আর কত জনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আর কতগুলি মরদেহ দেখতে হবে আমাদের? উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি।” এই প্রশ্ন তুলে তিনি গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।