‘ভেবেছিলাম প্রয়োজন ফুরিয়ে গিয়েছে!’ -শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর বিস্ফোরক দিলীপ

দীর্ঘ ৮ মাসের ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে ফের স্বমহিমায় ফিরছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠকের পর রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। ব্রাত্য থাকার পর আবারও দলে বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি। শাহের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সপাটে জানালেন, “ভেবেছিলাম আমার প্রয়োজন বোধহয় ফুরিয়ে গিয়েছে, কিন্তু শাহজি বললেন—আবার লেগে পড়ুন।”

দিলীপ ঘোষ জানান, দলের অন্দরে তাঁকে কোণঠাসা করার চেষ্টা হলেও তিনি দমে যাননি। তিনি বলেন, “অমিত শাহজিকে বলেছি আমি তো লেগেই আছি, কাজ দিলে তবেই তো করব। বাংলায় জিততে গেলে সবাইকে লাগবে, আর আমি সেই লক্ষ লক্ষ কর্মীদের একজন যারা মার খেয়েছে, জেল খেটেছে।” তিনি আরও যোগ করেন, গত নির্বাচনে তাঁর আসন পরিবর্তন করাটা যে ভুল সিদ্ধান্ত ছিল, তা দল শিক্ষা নিয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের ‘পছন্দের’ খড়গপুর আসন থেকেই লড়াই করতে চান তিনি।

দিলীপের এই ‘কামব্যাক’ বার্তা বিজেপির অন্দরে বর্তমান সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় দলের কর্মসূচিতে ব্রাত্য থাকলেও, শাহের আশ্বাসে তিনি ফের ময়দানে নামতে প্রস্তুত। বৃহস্পতিবারই রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ‘ঝাণ্ডা ধরা থেকে নির্বাচনে লড়া’—দিলীপ এখন সবকিছুর জন্যই তৈরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy