ভারতের প্রযুক্তিতে তৈরী ইলেকট্রিক গাড়ি, নতুন বৈদ্যুতিক গাড়ির উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাত সফরে মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘মারুতি ই-ভিটারা’-এর উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে মারুতি সুজুকি এক নতুন দিগন্তের সূচনা করল। এই গাড়িটি শুধুমাত্র ভারতেই তৈরি হবে না, বরং জাপান এবং ইউরোপসহ ১০০টিরও বেশি দেশে রপ্তানি করা হবে।

প্রধানমন্ত্রী মারুতি সুজুকির হনসালপুর প্ল্যান্টে এই বৈদ্যুতিক এসইউভি-এর উৎপাদন লাইনের উদ্বোধন করেন। পাশাপাশি, তোশিবা, ডেনসো এবং সুজুকির যৌথ উদ্যোগে তৈরি টিডিএস লিথিয়াম-আয়ন ব্যাটারি প্ল্যান্টেও উৎপাদন শুরু হয়েছে। এর ফলে, এখন থেকে দেশের ৮০ শতাংশেরও বেশি ব্যাটারি দেশীয়ভাবে তৈরি করা সম্ভব হবে, যা ভারতের নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। মারুতি সুজুকি ২০২৬ সালের মধ্যে ৬৭,০০০ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রেখেছে।

মারুতি ই-ভিটারা: লুক ও ফিচারের বিবরণ

  • ডিজাইন: নতুন ই-ভিটারা দেখতে অনেকটা মারুতি ইভিএক্স কনসেপ্ট মডেলের মতো। এতে ট্রাই-স্ল্যাশ এলইডি ডে-টাইম রানিং লাইট এবং পিছনের চাকার আর্চে একটি বিশেষ কার্ভ রয়েছে।
  • আকার: এই এসইউভিটির দৈর্ঘ্য ৪,২৭৫ মিমি, প্রস্থ ১,৮০০ মিমি এবং উচ্চতা ১,৬৩৫ মিমি। এর হুইলবেস ২,৭০০ মিমি, যা গাড়ির ভেতরে বেশি জায়গা দেবে এবং বড় ব্যাটারি প্যাক বসানোর সুবিধা করে দেবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি, যা ভারতীয় রাস্তার জন্য যথেষ্ট।
  • ব্যাটারি ও রেঞ্জ: এতে লিথিয়াম আয়ন ফসফেট (LFP) ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে এবং দুটি ভিন্ন মডেল (49kWh এবং 61kWh) পাওয়া যাবে। কোম্পানি দাবি করছে যে বড় ব্যাটারি প্যাকটি একবার চার্জে ৫০০ কিলোমিটারের বেশি চলতে পারে।
  • দাম: বেস মডেলটির দাম ২০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে। বড় ব্যাটারি প্যাকের মডেলটির দাম ২৫ লক্ষ এবং অল-হুইল ড্রাইভ (e-Allgrip AWD) মডেলটির দাম ৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে।
  • সুরক্ষা ও অন্যান্য ফিচার: সুরক্ষার জন্য এতে ৬টি এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ইলেকট্রনিক পার্কিং ব্রেক থাকবে। এছাড়াও, এতে অটোমেটিক এসি, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ওয়্যারলেস ফোন চার্জারের মতো আধুনিক ফিচারও থাকতে পারে।

প্রতিযোগিতা ও বাজার

মারুতি ই-ভিটারা বাজারে আসার পর হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক, টাটা নেক্সন ইভি এবং এমজি উইন্ডসরের মতো গাড়ির সঙ্গে তীব্র প্রতিযোগিতা করবে। তবে মারুতির এই নতুন পদক্ষেপ ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে একটি বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy