ব্যাঙ্কিং সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চাইছেন, তাঁদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ বরোদা’ (Bank of Baroda) অ্যাপ্রেন্টিস পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোট ৪০০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা: এই নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন।
যোগ্যতা ও বয়স:
-
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) হতে হবে। প্রার্থীকে অবশ্যই ০১/০৪/২০২১ থেকে ০১/১২/২০২৫-এর মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
-
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, আবেদনকারীর জন্ম ০২/১২/১৯৯৭-এর আগে এবং ০১/১২/২০০৫-এর পরে হলে চলবে না।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofindia.bank.in (দ্রষ্টব্য: বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটটি পুনরায় যাচাই করে নিন)-এর মাধ্যমে অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।