বিমানের ককপিটে ‘মানববোমা’র হুমকি! হায়দরাবাদগামী ফ্লাইটে হুমকিবার্তা, জরুরি অবতরণ

মঙ্গলবার সাতসকালে ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানে (6E-1234) বোমাতঙ্কের জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো। কুয়েত থেকে হায়দরাবাদগামী ওই বিমানটিতে ‘মানববোমা’ (Human Bomb) থাকার হুমকি দিয়ে একটি ই-মেল আসার পরই বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ এই হুমকি ই-মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষকে তা জানান। এরপরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ (Emergency Landing) করানো হয়।

আইসোলেশন জোনে বিমান

FlightRadar24-এর তথ্য অনুসারে, ইন্ডিগোর এই বিমানটি রাত ১:৫৬ মিনিটে কুয়েত থেকে টেকঅফ করে এবং সকাল ৮:১০ মিনিটে মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

মুম্বই বিমানবন্দরে আগে থেকেই জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য সমস্ত ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছিল।

  • প্রথম পদক্ষেপ: বিমানটি অবতরণের পর দ্রুত সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে নিয়ে ফাঁকা করা হয়।

  • তল্লাশি: বিমানটিকে সরাসরি আইসোলেশন জোনে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বর্তমানে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা কর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

বোমা থাকার খবরে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তবে, সর্বশেষ খবর অনুযায়ী, বিমানে থাকা সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন। যদিও বিমান সংস্থার তরফে এখনও এই বিষয়ে কোনো সরকারি বিবৃতি জারি করা হয়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy