উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় এক বড়সড় বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, ৬৭ বছরের আবুল হোসেনের স্ত্রী সালেহা বিবি এবং তাঁর বৌমা রিনা আক্তার বাংলাদেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও কীভাবে আধার কার্ড, ভোটার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ ভারতীয় নথি পেলেন।
বিতর্কের মূল কারণ:
-
ভোটার তালিকায় নাম: অভিযোগ উঠেছে, ২০০২ সালের ভোটার তালিকায় সালেহা বিবি বা রিনা আক্তারের নাম না থাকা সত্ত্বেও তাঁরা বহুবার ভোট দিয়েছেন বলে স্বীকার করেছেন। এই স্বীকারোক্তিতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
-
গুরুত্বপূর্ণ নথি: বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তাঁদের কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য নথি রয়েছে।
প্রশাসনের তৎপরতা
সম্প্রতি ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার (SIR) এনুমারেশন ফর্মে আবুল হোসেনের পরিবারের ৪ জনের নাম উঠতেই বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এই অভিযোগের ভিত্তিতে বসিরহাটের প্রশাসনিক মহল ও স্থানীয় বিএলও (BLO) আধিকারিকরা অত্যন্ত তৎপর হয়েছেন। তাঁরা আবুল হোসেনের পরিবারের সদস্যদের নাগরিকত্বের তথ্য এবং তাঁদের কাছে থাকা ভারতীয় নথিগুলোর বৈধতা খতিয়ে দেখছেন।
নির্বাচনী প্রক্রিয়া এবং নাগরিকত্বের মতো সংবেদনশীল ক্ষেত্রে এমন গুরুতর অভিযোগ ওঠায় প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।