‘প্রতারিত হয়েছিলাম আমি’-থামছে না বিতর্ক, বিচ্ছেদের পরও চাহালকে খোঁচা দিলেন ধনশ্রী!

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার দাম্পত্য জীবনের ইতি হয়েছে, কিন্তু তাদের ঘিরে বিতর্ক যেন থামতেই চাইছে না। সম্প্রতি ধনশ্রীর একটি মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি তার প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালকেই ইঙ্গিত করে এই কথা বলেছেন।

সম্পর্ক ভাঙার পর ধনশ্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। কিন্তু সম্প্রতি একটি টিভি শোয়ের প্রোমো ভিডিওতে ধনশ্রী বলেন, ‘বিশ্বাস তো বহু দিন আগেই আমার ভেঙে গেছে।’ যখন সেই শোয়ের প্রতিযোগীরা বিশ্বাস নিয়ে কথা বলছিলেন, তখনই তিনি এই মন্তব্য করেন। তার এই কথা শুনে নেটিজেনদের ধারণা, ধনশ্রী আসলে চাহালের সঙ্গেই তার সম্পর্কের কথা বলতে চেয়েছেন।

বিচ্ছেদের পর থেকে ধনশ্রীকে বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি নিজে কোনোমতে এসব সামলে নিলেও তার বাবা-মায়ের ওপর এর প্রভাব পড়েছিল। তিনি বলেন, ‘বাবা-মায়ের জন্য নিজেকে শক্ত রাখতে হয়েছিল। খারাপ মন্তব্যগুলো এড়িয়ে চলতে শিখেছি। কিন্তু সেই সময়টা আমার জন্য খুবই কঠিন ছিল।’

ধনশ্রী আরও বলেন, বিচ্ছেদের কথা যখন প্রকাশ্যে আসে, তখন তিনি মানসিকভাবে প্রস্তুত থাকলেও নিজেকে সামলাতে পারেননি। তিনি সবার সামনে কেঁদে ফেলেছিলেন এবং সেই মুহূর্তের কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy