টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে একে অপরের প্রেমে এখনও পাগল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিয়ের বয়স প্রায় সাড়ে সাত বছর পার হলেও তাঁদের রসায়ন এখনও টগবগে। ২০২৬-এর নতুন বছরকে স্বাগত জানাতে এই জুটি সপরিবারে পাড়ি দিয়েছেন ব্যাঙ্ককে। সেখানেই মাঝরাস্তায় একে অপরকে নিবিড় চুম্বনে ভরিয়ে দিলেন তাঁরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শুরু হয়েছে চর্চা।
আসলে রাজ-শুভশ্রী মানেই যেমন ভালোবাসা, তেমনই ট্রোলিং। মাঝেমধ্যেই প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে কটাক্ষের শিকার হতে হয় তাঁদের। তবে এই ‘কেয়ার নট’ জুটি নেতিবাচকতাকে পাত্তা দিতে নারাজ। এর আগে এক সাক্ষাৎকারে রাজ স্পষ্ট জানিয়েছিলেন, “আমি আমার বউকে চুমু খেয়েছি, পাশের বাড়ির কাউকে নয়। কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। দরকার হলে আরও দুটো বেশি কিস করব।” সেই কথারই প্রতিফলন দেখা গেল ব্যাঙ্ককের রাস্তায়।
View this post on Instagram
গত বছরটি এই জুটির জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ‘মেসিকাণ্ড’ নিয়ে শুভশ্রীকে যেমন ট্রোল্ড হতে হয়েছিল, তেমনই রাজের নতুন ছবি ‘হোক কলরব’-এর সংলাপ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সব ক্লান্তি দূরে সরিয়ে দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে এখন ছুটি কাটাচ্ছেন তাঁরা। ডলফিন শো দেখা থেকে শুরু করে ডিনার পার্টি—সব মিলিয়ে ‘রাজশ্রী’-র ফ্যামিলি ট্রিপ এখন টলিপাড়ার হট টপিক। ভক্তরা আদর-ভালবাসায় ভরিয়ে দিলেও, একপক্ষ কিন্তু এই ‘প্রকাশ্যে প্রেম’ মেনে নিতে না পেরে নীতি-পুলিশের ভূমিকা পালন করতে ছাড়ছেন না।