ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশনীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কোনো মার্কিন প্রেসিডেন্টকে এর আগে এভাবে প্রকাশ্যে বিদেশনীতি পরিচালনা করতে দেখা যায়নি।
কেন এই সমালোচনা?
একটি অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ট্রাম্পের আচরণ আমেরিকার প্রচলিত রীতির বাইরে। তিনি আরও বলেন, শুধু ভারত নয়, সারা পৃথিবীর প্রতি ট্রাম্পের আচরণ আগের প্রেসিডেন্টদের থেকে অনেক আলাদা।
ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার যে দাবি করেছিলেন, তা উড়িয়ে দিয়ে জয়শঙ্কর বলেন, ১৯৭০ সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ভারত।
ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে কী বললেন?
ভারত থেকে পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েও জয়শঙ্কর কড়া কথা বলেছেন। তিনি বলেন, “আমাদের দেশের কৃষকদের স্বার্থ, ব্যবসা-বাণিজ্য এবং স্বতন্ত্র অবস্থানের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট।”
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের ‘শাস্তিমূলক শুল্ক’ আরোপের বিষয়ে জয়শঙ্কর বলেন, “ইউরোপ এবং আমেরিকাও তো রাশিয়া থেকে তেল কিনছে। তাহলে শুধু ভারতকে কেন আক্রমণ করা হচ্ছে? যদি তাদের সমস্যা থাকে, তাহলে তারা তেল কেনা বন্ধ করতে পারে।” তিনি আরও বলেন, দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের আছে।
জয়শঙ্কর জানান, ২৭শে আগস্ট থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও, বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে।