টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা বাংলাদেশের! কী করবেন জয় শাহ?

বিশ্ব ক্রিকেটে নজিরবিহীন সংঘাত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে ভারতে আসতে কোনোমতেই রাজি নয় বাংলাদেশ। তাদের সাফ দাবি, ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় না নিয়ে গেলে তারা এই টুর্নামেন্টে অংশ নেবে না। এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) তাদের এই দাবিতে মান্যতা না দেওয়ায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ইতিমধ্যেই বিশ্বকাপ বয়কট করার মতো চরম সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের নজর এখন আইসিসি চেয়ারম্যান জয় শাহের দিকে।

বিসিবি-র দাবি মূলত ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত। তারা এই বিষয়ে আইসিসি-র ডিসপিউট রেজোলিউশন কমিটির হস্তক্ষেপ দাবি করে চিঠি পাঠিয়েছে। অর্থাৎ, বল এখন পুরোপুরি জয় শাহের কোর্টে। এতদিন এই ইস্যুতে নীরব থাকলেও, বর্তমানে দুবাইয়ে থাকা জয় শাহ শুক্রবার সন্ধ্যায় এই জট কাটাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রের খবর।

আইসিসি সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের মূল সূচি বা ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। সংস্থাটি ইতিমধ্যেই সূচি পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। যদি বাংলাদেশ তাদের অনড় অবস্থানে অনড় থাকে, তবে আইসিসি বিকল্প ভাবনা শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে মূল টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। আইনি দিকগুলো খতিয়ে দেখার পর আইসিসি কঠোর পদক্ষেপ নিলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ বড়সড় সংকটের মুখে পড়তে পারে। এখন দেখার, জয় শাহের হস্তক্ষেপে বরফ গলে কি না, নাকি বিশ্বকাপ থেকে মুছে যায় বাংলাদেশের নাম।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy