চাকা বন্ধ করার হুঁশিয়ারি!, গরিব টোটো চালকদের ওপর জুলুম কেন? ঋণ নিয়ে গাড়ি কেনা চালকদের দাবি না মানলে চরম আন্দোলনের হুঁশিয়ারি!

অন্যায় ট্যাক্স, ইন্স্যুরেন্স ফি ও রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে এবার রাস্তায় নামল ঝাড়গ্রামের টোটো চালকরা। শুক্রবার ঝাড়গ্রাম জেলা টোটো চালক সংগঠনের উদ্যোগে শহরে আয়োজিত বাইক মিছিলে অংশ নেন প্রায় শতাধিক চালক। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে টোটোর ওপর চাপানো এই ‘নিয়মবহির্ভূত খরচ’ বাতিল করতে হবে।

অভিযোগ: টোটো রেজিস্ট্রেশনে চলছে ‘অতিরিক্ত টাকা’ আদায়
টোটো চালকদের অভিযোগ, জেলার বিভিন্ন ব্লক ও শহর এলাকায় টোটো রেজিস্ট্রেশনের নামে তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মাসিক ভিত্তিতেও নানা অজুহাতে অর্থ আদায় করা হচ্ছে।

🗣️ চালক ক্ষোভ: একজন টোটো চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন খেটে যে সামান্য আয় করি, তা দিয়েই বাড়ি চালাতে হয়। অথচ প্রশাসনের লোকেরা রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্সের নামে বাড়তি টাকা নিচ্ছেন। এটা একেবারেই অন্যায় এবং অসহনীয়।”

সংগঠনের নেতারা জানান, অধিকাংশ টোটো চালকই দরিদ্র পরিবারের সদস্য। তাঁদের অনেকেই ঋণ নিয়ে টোটো কিনেছেন এবং প্রতি মাসে ব্যাঙ্কের কিস্তি মেটান। এই পরিস্থিতিতে অতিরিক্ত খরচ তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে। স্থানীয় সূত্রেও জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই প্রশাসনের মধ্যে থাকা কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ নিয়ে অসন্তোষ বাড়ছিল।

জেলাশাসকের দফতরে ডেপুটেশন ও হুঁশিয়ারি
বিক্ষোভ শেষে সংগঠনের এক প্রতিনিধি দল ঝাড়গ্রামের জেলা শাসকের দফতরে ডেপুটেশন জমা দেন। তাঁদের মূল তিনটি দাবি হলো:

রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হোক।

ট্যাক্স ও ইন্স্যুরেন্সের নামে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হোক।

দোষীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

বিক্ষোভ চলাকালীন শহরের কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হলেও, প্রশাসনের তরফে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। জেলা শাসকের দফতর সূত্রে খবর, অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং পরিবহণ দপ্তরের সঙ্গে যৌথভাবে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে সংগঠনের নেতা স্পষ্ট জানিয়েছেন, শীঘ্রই তাঁদের দাবি পূরণ না হলে পরবর্তী পর্যায়ে অবস্থান বিক্ষোভ অথবা রাস্তায় টোটো নামানো বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি নেওয়া হবে। টোটো শুধুমাত্র পরিবহণের মাধ্যম নয়, বহু পরিবারের জীবিকা; তাই তাঁদের দাবি বাস্তবায়িত না হলে সামাজিক প্রভাব পড়তে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy