খুনের অভিযোগে বিডিও ফেরার, রাজগঞ্জে বড় রদবদল! চরম অচলাবস্থা কাটিয়ে নতুন দায়িত্ব পেলেন কে?

অবশেষে দীর্ঘ প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটল রাজগঞ্জে। বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন ফেরার হওয়ার পর থেকে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা কাটাতে নতুন বিডিও নিয়োগ করল প্রশাসন। রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডলকে বিডিও পদের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই তিনি রাজগঞ্জের নতুন বিডিও হিসেবে কাজ শুরু করেছেন। এদিন নবনিযুক্ত বিডিও-র সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।

রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে বিতর্কের শেষ নেই। সল্টলেকের দত্তাবাদের এক স্বর্ণকার, স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষণইয়ের বেঞ্চ তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। আগামী শুক্রবার, ২৩ শে জানুয়ারির মধ্যে তাঁকে স্থানীয় আদালতে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে কলকাতা হাইকোর্টও তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি তা অমান্য করায় বিধাননগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত ডিসেম্বর মাস থেকেই ফেরার রয়েছেন প্রশান্ত বর্মন। এই জটিল আইনি লড়াইয়ের মাঝেই রাজগঞ্জের সাধারণ মানুষের প্রশাসনিক কাজ যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই সৌরভ কান্তি মন্ডলকে দায়িত্ব দিল নবান্ন। এখন দেখার, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রাক্তন বিডিও আত্মসমর্পণ করেন কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy