খিদিরপুরে পুলিশের মেগা অপারেশন! ওড়িশা থেকে আসা গাড়ির গোপন চেম্বারে মিলল ১২৫ কেজি গাঁজা

শহর কলকাতায় মাদক পাচারের বড়সড় ছক বানচাল করল পুলিশ। শুক্রবার গভীর রাতে খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পণ্যবাহী গাড়ি থেকে প্রায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।

গোপন সূত্রের খবর ও অভিযান: লালবাজার সূত্রে খবর, পুলিশের কাছে আগে থেকেই নির্দিষ্ট তথ্য ছিল যে ওড়িশা থেকে একটি পণ্যবাহী গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক কলকাতায় আনা হচ্ছে। এই খবরের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা দুটি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন প্রবেশপথে কড়া নজরদারি শুরু করে। দীর্ঘ অপেক্ষার পর খিদিরপুর রোড ও এজেসি বোস রোডের সংযোগস্থলের কাছে একটি সন্দেহভাজন ধূসর রঙের পণ্যবাহী গাড়ি আটকানো হয়।

পণ্যবাহী গাড়িতে ছিল গোপন চেম্বার: প্রাথমিকভাবে গাড়িটি তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি ভালো করে পরীক্ষা করা হয়। দেখা যায়, পাচারকারীরা পুলিশকে ফাঁকি দিতে গাড়ির ভেতরে বিশেষভাবে একটি গোপন চেম্বার তৈরি করেছিল, যা স্ক্রু দিয়ে আটকানো ছিল। সেই চেম্বার খুলতেই উদ্ধার হয় ১২৪টি প্যাকেটে মোড়া প্রায় ১২৫ কেজি গাঁজা। পাচারের এমন নিখুঁত ছক দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান তদন্তকারী আধিকারিকরা।

গ্রেফতার ও তদন্ত: পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নাজিমউদ্দিন মোল্লা (২৮) এবং তাইজুল মোল্লা (২৮)। নাজিমউদ্দিন দক্ষিণ ২৪ পরগনার কুলপি এবং তাইজুল মগরাহাটের বাসিন্দা। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃতদের কাছে মাদকের কোনো বৈধ নথি ছিল না। তাদের জেরা করে এই চক্রের মূল পান্ডার খোঁজ চালানো হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই পাচারচক্রের সঙ্গে কোনো বড় আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের যোগ থাকতে পারে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy