কেরালার কোল্লামে অবস্থিত অষ্টমুদি হ্রদের (Ashtamudi Lake) একটি নৌকা নোঙর করার স্থানে রবিবার ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ভয়াবহ আগুনে ১০টিরও বেশি মাছ ধরার নৌকা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি দমকল ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোথায় এবং কখন ঘটল এই ঘটনা?
নিউজ এজেন্সি এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কুরিঝুলা চার্চের (Kureepuzha church) কাছে, আয়্যাঙ্কোভিল মন্দিরের (Ayyankovil temple) কাছাকাছি এলাকায় রাত আনুমানিক ২:৩০ মিনিটে ঘটে।
অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে বহু মূল্যবান মাছ ধরার নৌকা অল্প সময়ের মধ্যেই আগুনে ধ্বংস হয়ে যায়।
কারণ এখনো অজানা:
অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। স্থানীয় জেলেদের জীবিকার এই বিপুল ক্ষয়ক্ষতির ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।