এসআইআর আতঙ্ক! দলে দলে বাংলাদেশে ফেরার হিড়িক, হাকিমপুর চেকপোস্টে জমায়েত অনুপ্রবেশকারীদের

পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার জেরে সীমান্ত এলাকায় এক নজিরবিহীন দৃশ্য সামনে এসেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্টে ফের ভিড় জমিয়েছেন শত শত অনুপ্রবেশকারী। স্থানীয় এবং সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, SIR আতঙ্কে তাঁরা দলে দলে পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

পলায়নের কারণ ও পরিস্থিতি:

  • আতঙ্ক: ভোটার তালিকায় নাম সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) শুরু হওয়ার পর থেকেই এদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সঠিক নথিপত্র এবং ভারতে স্থায়ীভাবে বসবাসের প্রমাণ দিতে না পারার আশঙ্কাতেই তাঁরা এই দেশ ছাড়ার পথ বেছে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।

  • ভিড় ও অপেক্ষা: রিপোর্ট অনুযায়ী, প্রায় ২০০ থেকে ৩০০-রও বেশি বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে জমায়েত হয়েছেন। এঁদের মধ্যে অনেকেই ভারতে ৫-৬ বছর বা তারও বেশি সময় ধরে শ্রমিক বা পরিচারিকার কাজ করছিলেন।

  • পারিবারিকভাবে পলায়ন: ভিড় করা অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকেই পরিবার নিয়ে চেকপোস্টের সামনে অপেক্ষা করছেন। তাঁরা সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) কাছে বাংলাদেশে ফেরার অনুমতি চাইছেন।

  • রাজনৈতিক জল্পনা: রাজ্য বিজেপির পক্ষ থেকে SIR প্রক্রিয়ায় অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করার যে অভিযোগ তোলা হয়েছে, অনুপ্রবেশকারীদের এই হঠাৎ পলায়ন সেই জল্পনাকে আরও জোরালো করেছে।

বৃহস্পতিবারও প্রায় দুই শতাধিক বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে উপস্থিত হয়েছিলেন বলে জানা যায়। এই পরিস্থিতিতে, অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার দাবিতে বিক্ষোভও দেখায় বিশ্ব হিন্দু পরিষদ, যার জেরে এলাকায় উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এসআইআর আবহে বসিরহাটের হাকিমপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার এই “রিটার্নের ঢেউ” রাজনৈতিক চাপ এবং আইনি জটিলতার ছায়াকেই প্রতিফলিত করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy