এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটক! BCCI-এর দাবি প্রত্যাখ্যান নকভির, কী নির্দেশ দিলেন টিম ইন্ডিয়াকে?

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ট্রফি নিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভি। বিজয় মঞ্চ থেকে ট্রফি নিয়ে তাঁর ‘উধাও’ হয়ে যাওয়া এবং পরে ভারতীয় দলের কাছে তা হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করার ঘটনায় ক্রিকেট বিশ্বে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, PCB প্রধান মহসিন নকভি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি ভারতীয় দলের হাতে এশিয়া কাপের ট্রফি তুলে দিতে পারবেন না। পরিবর্তে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তত্ত্বাবধানকারী নকভি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে নির্দেশ দিয়েছেন যেন তিনি ব্যক্তিগতভাবে ACC-এর অফিস থেকে ট্রফিটি সংগ্রহ করেন।

ট্রফি মঞ্চ থেকে ‘উধাও’, তীব্র প্রতিবাদে ভারত
রবিবার এশিয়া কাপ ফাইনালে জয়ের পরই ট্রফি বিতরণ নিয়ে বিশৃঙ্খলা শুরু হয়। ভারতীয় দল প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, তারা পাকিস্তানের একজন সিনিয়র নেতা এবং ACC প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে না। বরং তারা সংযুক্ত আরব আমিশাহি ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যানের হাত থেকে ট্রফিটি গ্রহণের অনুরোধ জানিয়েছিল।

কিন্তু সেই অনুরোধ নাকচ করে দেন নকভি। তিনি নিজের অবস্থানে অনড় থেকে দাবি করেন, ভারতকে তাঁর হাত থেকেই ট্রফি নিতে হবে। এরপরই নাটকীয় মোড়! ভারতীয় দল যখন ট্রফি মঞ্চে ওঠার জন্য অপেক্ষা করছে, তখন ACC-এর একজন কর্তাকে দেখা যায় ট্রফি ও পদকগুলি নিয়ে দ্রুত মাঠ থেকে চলে যেতে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে টিম ইন্ডিয়া ট্রফি ছাড়াই বিজয় উৎসব করে।

‘ওঁর এই অধিকার নেই’, সরব BCCI
ঘটনার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া মহসিন নকভির এই আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা জেনেশুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এশিয়া কাপ ২০২৫ ট্রফি ACC চেয়ারম্যানের কাছ থেকে নেব না, কারণ তিনি পাকিস্তানের একজন সিনিয়র নেতা। ট্রফি এবং পদকগুলি নিয়ে চলে যাওয়ার অধিকার নকভির নেই। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব ট্রফি ও পদকগুলি ভারতে ফিরিয়ে দেওয়া হবে।”

নকভির অনড় অবস্থান, আইসিসি সদর দফতরে ট্রফি পাঠানোর দাবি
ফাইনালের দু’দিন পরও এই জট কাটেনি। মঙ্গলবার দুবাইতে মহসিন নকভির সভাপতিত্বে অনুষ্ঠিত ACC-এর বৈঠকে BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা বারবার ট্রফি হস্তান্তরের দাবি জানালেও তা প্রত্যাখ্যান করেন নকভি। পাকিস্তানি চ্যানেল জিও সুপার জানিয়েছে, নকভি শুক্লার দাবি সরাসরি খারিজ করে দেন এবং বলেন যে বিষয়টি সভার এজেন্ডার অংশ নয়। একইসঙ্গে, তিনি ভারত অধিনায়ককে ‘ব্যক্তিগতভাবে’ ট্রফি সংগ্রহ করার নির্দেশ পুনর্ব্যক্ত করেন।

নকভির এই অবস্থানে চরম প্রতিক্রিয়া জানিয়েছে BCCI। বৈঠকে উপস্থিত বোর্ড কর্তারা ট্রফিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সদর দফতরে পাঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এই ঘটনা ভারত-পাকিস্তান ক্রিকেট কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy