ভারতীয় রাজনীতির আঙিনায় এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (BJP) ১২তম জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ৫ বারের বিধায়ক নিতিন নবীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি গড়লেন এক অনন্য রেকর্ড; বিজেপির ইতিহাসে তিনিই এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ সভাপতি। দিল্লির দলীয় সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তাঁর নাম প্রস্তাব করেন এবং পরে তাঁকে অভিনন্দন জানান।
‘নবীনজি আমার বস’: মোদীর মাস্টারস্ট্রোক মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নজিরবিহীন মন্তব্য করেন। তিনি বলেন, “এখন থেকে নিতিন নবীন আমার বস, আর আমি তাঁর একজন সাধারণ কর্মী।” প্রধানমন্ত্রীর এই বিনয় এবং দলের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করে তিনি জানান, গত কয়েক মাস ধরে বুথ স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত যে সাংগঠনিক নির্বাচন চলেছে, তা বিজেপির সংবিধানের প্রতি আস্থারই প্রতিফলন। নিতিন নবীনকে ‘মিলেনিয়াল প্রজন্মের’ নেতা হিসেবে অভিহিত করে মোদী বলেন, “রেডিওর যুগ থেকে শুরু করে এআই (AI) প্রযুক্তিতে দক্ষ—নিতিনের মধ্যে তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার মেলবন্ধন রয়েছে।”
মোদীর মুখে বাংলার জয়গান: বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতের প্রসঙ্গের অবতারণা করেন। তিনি দাবি করেন, গত ১১ বছরে বিজেপি হরিয়ানা, অসম ও ওড়িশার মতো রাজ্যে যেমন নিজেদের শক্তিতে সরকার গড়েছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গে বিজেপি আজ মানুষের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও কেরালায় বিজেপি চমকপ্রদ ফল করবে বলেও তিনি আত্মপ্রকাশ করেন।
কে এই নিতিন নবীন? বিহারের এই দাপুটে নেতা জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন। তিনি এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন দল জনসংঘের ৭৫তম বর্ষ উদযাপন করছে। আগামী দিনে এনডিএ (NDA) শরিকদের সঙ্গে সমন্বয় রক্ষা এবং দলকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ।