একরত্তি মেয়েকে মারধর, পরিচারিকার বিরুদ্ধে ক্ষুব্ধ কাঞ্চন-শ্রীময়ী

অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোপাধ্যায়ের মাত্র এক বছর বয়সী মেয়ে কৃষভির সঙ্গে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের অনুপস্থিতিতে এক পরিচারিকা ছোট্ট কৃষভিকে মারধর করেছেন। সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ায় তারকা দম্পতি রীতিমতো আতঙ্কিত।

শ্রীময়ী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি বিপত্তারিণী পুজোর জন্য তার মা নিজের বাড়িতে গিয়েছিলেন। সেই দিন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেরই কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। তখন তারা কৃষভিকে সেই পরিচারিকার কাছে রেখে যান। কিন্তু বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষভিকে উপুড় করে মারধর করছে ওই পরিচারিকা।

এই দৃশ্য দেখে কাঞ্চন অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি ওই মহিলার বিরুদ্ধে মামলা করার কথা বলেন। শ্রীময়ী আরও জানান, ওই পরিচারিকা শুধু মারধরই করেনি, বরং বাড়ি থেকে কিছু দামি জিনিসও চুরি করেছে। সঙ্গে সঙ্গে তারা ওই পরিচারিকাকে কাজ থেকে বের করে দিয়েছেন এবং নতুন একজন রেখেছেন।

গত বছর নভেম্বরে কৃষভির জন্ম হয়। জন্মলগ্ন থেকে তার মুখের ছবি আড়ালেই রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। এই বছর অক্ষয় তৃতীয়ার দিন ইসকনে মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রথম তার ছবি প্রকাশ করেন। এখন মেয়েকে নিয়েই তাদের সব ব্যস্ততা। মেয়ের সুরক্ষার কথা ভেবেই শ্রীময়ী একটি সিরিয়ালে কাজ শুরু করেও মাঝপথে ছেড়ে দিয়েছেন। আপাতত তিনি টুকটাক শ্যুটিংয়ের কাজ করছেন। এই ঘটনার পর তারা আরও বেশি সচেতন হয়েছেন। বর্তমানে তারা সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছেন, আর তাদের সঙ্গে রয়েছে ছোট্ট কৃষভি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy