উত্তরের ৩ জেলায় আসছে ৩,৩১৯ কোটি টাকার বিনিয়োগ, ‘সিনার্জি-২০২৫’ সম্মেলন থেকে ১০ হাজার কর্মসংস্থানের বার্তা

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় আগামীতে ৩,৩১৯ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিপুল বিনিয়োগের ফলে ওই তিন জেলায় কমপক্ষে ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) শিল্প সম্মেলন ‘সিনার্জি ২০২৫’-এ এই আশার কথা শোনালেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

সম্মেলনে MSME দফতরের আধিকারিকদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে শিল্প বিনিয়োগকারীদের জন্য নানা সুবিধা ও সহযোগিতার দিকগুলি তুলে ধরা হয় এবং বিনিয়োগকারীদের হাতে আর্থিক সহযোগিতাও তুলে দেওয়া হয়।

মন্ত্রীর আশ্বাস ও চা শিল্পের দাবি

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “উত্তরবঙ্গে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সেইমতো রাজ্য সরকার পরিকাঠামো গড়ে তুলেছে এবং সবরকম সাহায্য করা হচ্ছে। প্রক্রিয়ায় সরলীকরণ করা হয়েছে। আগামীতে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় তিন হাজার কোটির বেশি বিনিয়োগ হবে।”

টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক সুমিত ঘোষ জানান, সিনার্জির মাধ্যমে চা শিল্পের ছোট সমস্যাগুলি সরাসরি আধিকারিকদের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে এবং দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে। বিশেষত টি ট্যুরিজমের প্রক্রিয়াগত সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় তাঁরা সন্তুষ্ট।

কোথায় কত বিনিয়োগ প্রস্তাব?

এদিনের শিল্প সম্মেলন সূত্র থেকে জানা গিয়েছে, ৩,৩১৯ কোটি টাকার মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে:

জেলা প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ
দার্জিলিং ১,৫২৩ কোটি টাকা
জলপাইগুড়ি ১,৪৪২ কোটি টাকা
কালিম্পং ১৬৪ কোটি টাকা

এছাড়াও, আগামী দিনে রিয়েল এস্টেট সেক্টরে ৪,৭০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর এই সময়কালে MSME খাতে ব্যাঙ্ক ঋণ প্রদানের আনুমানিক পরিমাণ ৭,৫৮৯ কোটি টাকা (দার্জিলিং – ৫,৩৬০ কোটি টাকা, জলপাইগুড়ি – ২,১০৩ কোটি টাকা)।

গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উদ্যোগ:

  • দার্জিলিংয়ের নকশালবাড়ি ব্লকে ২.৩২ কোটি টাকা ব্যয়ে কাঠের আসবাবপত্র উৎপাদন ক্লাস্টারের জন্য একটি সাধারণ সুবিধা কেন্দ্র (CFC) স্থাপন করা হচ্ছে।

  • শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে পোশাক তৈরির সমবায় সমিতিকে ১৭.৯৪ লক্ষ টাকার মেশিন ও সরঞ্জাম সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে, যা ৩০ জন মহিলা উদ্যোক্তাকে উপকৃত করবে।

  • জলপাইগুড়িতে ডাবগ্রাম শিল্প পার্কের (ফেজ-৪ ও ফেজ-৫) মতো আরও দুটি নতুন পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার আনুমানিক ব্যয় প্রায় ২১ কোটি টাকা। এই পার্কগুলি তৈরি হলে এমএসএমই খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

  • কালিম্পংয়ের পেডং ব্লকে মাশরুম ক্লাস্টার এবং হস্তনির্মিত কার্পেট তৈরির জন্য CFC স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy