উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা- স্ত্রীকে নিয়ে অশান্তি, দুই সন্তানকে বিষ খাইয়ে বাবা-ও আত্মহত্যা! গ্রামে শোকের ছায়া

উত্তরপ্রদেশের বিজনৌরে শনিবার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ত্রী-র সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তি তাঁর দুই নাবালক সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বাবা-সহ তিনজনেরই মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম বাবুরাম (২৮), তাঁর ছেলে দীপাংশু (৫) এবং মেয়ে হর্ষিকা (৩)।

বন জঙ্গলে বিষপান, তিনজনের মৃত্যু:

চাঁদপুর সার্কেল অফিসার (CO) দেশদীপক সিং জানিয়েছেন, শনিবার দুপুরে বাবুরাম তার ছেলে ও মেয়েকে মোবারকপুর খাদার গ্রামের কাছে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানেই বাবুরাম প্রথমে দুই সন্তানকে বিষ খাওয়ান এবং এরপর নিজেও বিষ খান।

এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন, জানান CO।

বিবাহজনিত বিবাদই কি কারণ?

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক বা বিবাহজনিত বিবাদের কারণেই এমন চরম পরিণতি হয়েছে। মৃত বাবুরামের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকদিন ধরেই তীব্র ঝগড়া চলছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (ASP) প্রকাশ কুমার জানান, মোবারকপুর খুরদ গ্রামে এই ঘটনাটি ঘটে এবং সন্ধ্যায় হাসপাতাল থেকে পুলিশ খবর পায়।

বর্তমানে বাবুরামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, পরিবারের সদস্যরা ছেলেমেয়েদের মৃতদেহ গ্রামে নিয়ে গেছেন। পারিবারিক বিবাদের জেরে নিষ্পাপ দুই শিশুর এমন করুণ পরিণতিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy