অবিশ্বাস্য! শ্রাবণের প্রাক্কালে শিব মন্দিরে ‘তাণ্ডব’ দেখাল বেলপাতা, দেখুন সেই ভাইরাল ছবি

পবিত্র শ্রাবণ মাস শুরুর ঠিক একদিন আগে মধ্যপ্রদেশের জবলপুরে ঘটল এক অলৌকিক ঘটনা। মহারাজপুরের একটি শিব মন্দিরে ঘণ্টাধ্বনির তালে তালে একটি বেলপাতা যেন নৃত্যে মেতে উঠল! এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হতবাক পুণ্যার্থীরা, অনেকেই এটিকে স্বয়ং ভগবান শিবের ‘তাণ্ডব’ বলে অভিহিত করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। শ্রাবণ উৎসবের প্রাক্কালে ভোলেনাথের পূজো করতে যখন ভক্তরা মন্দিরে ভিড় জমিয়েছেন, তখনই ঘটে এই বিচিত্র ঘটনা। উপস্থিত ভক্তরা যখনই মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন, আশ্চর্যজনকভাবে শিবলিঙ্গের সামনে রাখা একটি বেলপাতা সেই ঘণ্টাধ্বনির তালে তালে দুলে উঠছে। প্রথমবার নয়, বারবার ঘণ্টা বাজানো হলে একই ঘটনা ঘটে। ভক্তদের চোখে জল চলে আসে, এক অলৌকিক অনুভূতির সাক্ষী হন তাঁরা।

প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো মন্দিরের বাইরে থেকে আসা হাওয়ায় পাতাটি নড়ছে। কিন্তু যখন খেয়াল করা গেল যে আশেপাশে থাকা অন্য কোনো ফুল বা পাতা নড়ছে না, কেবল নির্দিষ্ট বেলপাতাটিই ঘণ্টাধ্বনির সাথে তাল মিলিয়ে দুলছে, তখন উপস্থিত সকলেই এটি অলৌকিক ঘটনা বলে বিশ্বাস করতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শিবভক্ত রাম নামের এক ব্যক্তি ঘণ্টা বাজালে বেলপাতাটি সুস্পষ্টভাবে নড়ছে। যদিও সবাই বাজালে এটি ঘটছে না, কেবলমাত্র রামের ঘণ্টা বাজানোর সময়ই এই ঘটনা ঘটছে বলে দাবি করা হচ্ছে।

এই ঘটনা মুহূর্তে জবলপুরে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভক্তরা এটিকে গভীর বিশ্বাস ও অলৌকিকতার নিদর্শন হিসেবে দেখছেন, যা ভোলেনাথের আশীর্বাদ বলে মনে করছেন। অন্যদিকে, বিজ্ঞানমনস্ক এবং যুক্তিবাদীরা এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ খোঁজার চেষ্টা করছেন। তাঁদের মতে, এটি কোনো প্রাকৃতিক ঘটনা হতে পারে, যার সঙ্গে অন্ধবিশ্বাসের কোনো সম্পর্ক নেই।

তবে বিতর্ক যাই হোক না কেন, শ্রাবণের ঠিক মুখে এই ঘটনা ধর্মপ্রাণ মানুষের মনে এক গভীর বিশ্বাস ও ভক্তির সঞ্চার করেছে। ভাইরাল এই ভিডিও এখন কোটি কোটি মানুষের মোবাইলে ঘুরছে, এবং প্রতিটি শেয়ারের সাথে বাড়ছে বিস্ময় আর কৌতূহল। সত্যিই কি ভোলেনাথ তাঁর উপস্থিতি জানান দিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? উত্তর যা-ই হোক, জবলপুরের শিব মন্দিরের এই বেলপাতার ‘তাণ্ডব’ নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে ইতিহাসে স্থান করে নিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy