বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। স্বাস্থ্যজনিত একাধিক জটিলতা নিয়ে দু’দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, “গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময়।” এই পরিস্থিতিতে তাঁর আশু আরোগ্য কামনায় শুক্রবার বাংলাদেশের সব মসজিদে প্রার্থনার আয়োজন করে বিএনপি।
নিউমোনিয়াসহ একাধিক জটিলতা: কী হয়েছে খালেদা জিয়ার?
৮০ বছর বয়সী খালেদা জিয়া নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তাঁর শারীরিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক।
বিএনপি-র মিডিয়া সেল-এর সদস্য সাইরুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খালেদা জিয়ার মূল চিকিৎসা চলছে তাঁর হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি-র নীতি নির্ধারক কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন:
-
ফুসফুস ও হার্টে ইনফেকশন: তাঁর হার্ট এবং ফুসফুসে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে।
-
পূর্বের জটিলতা: প্রাক্তন প্রধানমন্ত্রীর হার্টে আগেই স্টেন্ট বসানো হয়েছিল এবং বুকে পেসমেকারও রয়েছে।
-
একাধিক অঙ্গের সমস্যা: লিভার ও কিডনির অবস্থাও ভালো নয়। পাশাপাশি ডায়াবেটিস এবং আর্থরাইটিসের মতো পুরোনো রোগগুলিও তাঁর স্বাস্থ্যের ওপর চাপ সৃষ্টি করেছে।
-
দৃষ্টিশক্তি ক্ষীণ: চোখেও সমস্যা থাকায় তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে।
নির্বাচনে লড়া নিয়ে চরম অনিশ্চয়তা
২০২৬ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা খালেদা জিয়া নিজেই ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর যে শারীরিক পরিস্থিতি, তাতে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশের মানুষকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে বিএনপি।